'মেসির সঙ্গে তুলনার পথে সালাহ'

ওয়াটফোর্ডের বিপক্ষে চার গোল করা মোহামেদ সালাহর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইয়ুর্গেন ক্লপ। লিভারপুল কোচের মতে, মিশরের এই ফরোয়ার্ড লিওনেল মেসির মতো বড় মাপের ফুটবলার হয়ে ওঠার পথে আছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2018, 12:18 PM
Updated : 18 March 2018, 12:23 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার অ্যানফিল্ডে ওয়াটফোর্ডকে ৫-০ ব্যবধানে হারায় লিভারপুল। চারবার বল জালে পাঠানোর পাশাপাশি রবের্তো ফিরমিনোকে দিয়ে অপর গোলটি করান সালাহ।

মেসি ও টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইনকে টপকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ব্যক্তিগত গোলের তালিকায় শীর্ষে উঠে এসেছেন সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে তার গোল এখন ২৮টি। চার গোল কম নিয়ে তার পরেই আছেন কেইন। লা লিগায় সর্বোচ্চ ২৪ করেছেন মেসি।

গত জুনে রোমা থেকে আসা সালাহ লিভারপুলের জার্সি গায়ে সব ধরনের প্রতিযোগিতায় ৩৪ গোল করেছেন। ক্লাবটির ইতিহাসে কোনো খেলোয়াড়ের অভিষেক মৌসুমে এটাই সর্বোচ্চ গোলের রেকর্ড।

সালাহর মাঝে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসির মতো বড় মাপের ফুটবলার হয়ে ওঠার ছাপ দেখছেন ক্লপ। অবশ্য লিভারপুলের এই খেলোয়াড় এমন তুলনায় যেতে চায় না বলেও মত জার্মান এই কোচের।

"লিওনেল মেসির সঙ্গে মো (মোহামেদ সালাহ) তুলনায় যেতে চায় বলে আমি মনে করি না।"

মেসি অনেক বছর ধরে একইরকম ছন্দে খেলে যাচ্ছে। ক্লপের মতে, এরকম খেলোয়াড় খুব বেশি দেখা যায় না। তার মতে, মেসির আগে দলীয় পারফরম্যান্সের ওপর একইরকম প্রভাব রাখা খেলোয়াড় ছিলেন দিয়েগো মারাদোনা।

"তবে এটা নিশ্চিত যে, মো দারুণ পথে আছে।...আপনার যদি দক্ষতা থাকে তাহলে আপনাকে নিয়মিত তা দেখাতে হবে। সে খুব ভালো খেলোয়াড়।"