‘রোমাকে হারাতে বার্সার ঘাম ঝরাতে হবে’

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার প্রশ্নে অনেকের মতেই পরিষ্কার ফেভারিট বার্সেলোনা। তবে কোয়ার্টার-ফাইনালে দলটিকে জিততে হলে রোমার বিপক্ষে কষ্ট করতে হবে বলে বিশ্বাস ইতালিয়ান ক্লাবটির সাবেক ফরোয়ার্ড ফ্রান্সেসকো তত্তির

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2018, 04:27 PM
Updated : 17 March 2018, 04:27 PM

শেষ ষোলোয় ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ককের বিপক্ষে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ২-২ হলেও প্রতিপক্ষের মাঠে গোলের সুবিধা নিয়ে শেষ আটে ওঠে রোমা। আর দুই লেগ মিলিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসিকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে বার্সেলোনা।

কাম্প নউয়ে আগামী ৪ এপ্রিল কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে এরনেস্তো ভালভেরদের দলের মুখোমুখি হবে রোমা। ১০ এপ্রিল রোমে হবে ফিরতি পর্ব।

এবারের মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে আছে তারকা সমৃদ্ধ বার্সেলোনা। ৮ পয়েন্টের ব্যবধানে লা লিগায় শীর্ষে আছে তারা। উঠেছে কোপা দেল রের ফাইনালে। দলটির বিপক্ষে কঠিন লড়াই অপেক্ষা করছে; তবে আশা হারাচ্ছেন না তত্তি। দুই লেগেই লিওনেল মেসি, লুইস সুয়ারেসদের ইতালিয়ান ক্লাবটি ভোগাবে বলে বিশ্বাস ইতালির সাবেক ফরোয়ার্ডের।

খেলা থেকে অবসর নেওয়ার পর রোমার পরিচালকের দায়িত্বে আসা তত্তি বলেন, "আমি খুশি, আমরা ইউরোপের আটটি শক্তিশালী দলগুলোর মধ্যে আছি। সবগুলো দলই কঠিন। তবে রোমাকে হারাতে বার্সেলোনাকে ঘাম ঝরাতে হবে।" 

"আমরা শান্ত থেকে এই চ্যালেঞ্জের মুখোমুখি হবো। আমরা জানি, বার্সেলোনা ইউরোপের শক্তিশালী দলগুলোর একটি। তবে এটাও জানি, আমরা তাদের বিপক্ষে ভালো করতে পারি।"

"নিশ্চিত থাকুন, তারা রোমার মুখোমুখি হতে উদ্বিগ্ন থাকবে। আমরা দেখাতে চাই, রোমা বার্সেলোনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।"

"এই প্রতিযোগিতা জিততে চাইলে আমাদের শক্তিশালী সব দলের মুখোমুখি হতে হবে। মেসি ও সুয়ারেসের মতো খেলোয়াড়দের সামলানোর বিষয়টা দারুণ অনুপ্রেরণা দেবে।"