মিলানকে আবারও হারিয়ে শেষ আটে আর্সেনাল

ড্যানি ওয়েলবেকের জোড়া গোলে ফিরতি লেগেও এসি মিলানকে হারিয়ে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে আর্সেনাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2018, 04:18 AM
Updated : 16 March 2018, 04:18 AM

এমিরেটস স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতে আর্সেনাল। মিলানের মাঠ সান সিরোতে প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল আর্সেন ভেঙ্গারের দল।

ম্যাচের ৩৫তম মিনিটে হাকান চালহানোগ্লুর দূরপাল্লার শটে এগিয়ে যায় অতিথিরা। চার মিনিট পর ‘বিতর্কিতভাবে’ পাওয়া পেনাল্টি থেকে সমতা ফেরান ওয়েলবেক। ডি-বক্সে আলতো ছোঁয়ায় পড়ে গিয়েছিলেন তিনি।

৭১তম মিনিটে গ্রানিত জাকার দূরপাল্লার শটে এগিয়ে যায় আর্সেনাল। ৮৬তম মিনিটে ইংলিশ ফরোয়ার্ড ওয়েলবেকের হেডে জয় নিশ্চিত হয় আর্সেনালের।

২০১০ সালের পর এই প্রথম ইউরোপীয় কোনো প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে উঠল আর্সেনাল।

শেষ ষোলোর অন্য ম্যাচে আতলেতিকো মাদ্রিদ ৫-১ গোলে হারিয়েছে লোকোমোতিভ মস্কোকে। দুই লেগ মিলিয়ে দিয়েগো সিমেওনের দল জিতল ৮-১ গোলে।

পোল্যান্ডের প্রথম দল হিসেবে ইউরোপা লিগের শেষ আটে উঠেছে সলসবুর্গ। নিজেদের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে দলটি। প্রথম লেগে সলসবুর্গ জিতেছিল ২-১ গোলে।

শেষ আটে আরও উঠেছে অলিম্পিক মার্সেই, স্পোর্তি লিসবন, লাৎসিও, লাইপজিগ ও সিএসকেএ মস্কো।