কৌতিনিয়ো-পাওলিনিয়োর প্রভাবে বার্সায় আর্থার

বার্সেলোনায় নাম লেখাতে যাওয়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলো জানিয়েছেন, তার এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছেন ক্লাবটিতে তার স্বদেশি দুই খেলোয়াড় ফিলিপে কৌতিনিয়ো ও পাওলিনিয়ো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2018, 05:26 PM
Updated : 15 March 2018, 05:26 PM

গত বছর গ্রেমিওর কোপা লিবার্তাদোরেস শিরোপা জয়ে দারুণ অবদান রাখার পর থেকেই আর্থারের প্রতি কাতালান ক্লাবটি আগ্রহ দেখিয়ে আসছিল বলে কিছু সংবাদ মাধ্যমের দাবি।

চলতি সপ্তাহে এই মিডফিল্ডারকে কিনতে ব্রাজিলের ক্লাব গ্রেমিওর সঙ্গে ট্রান্সফার ফি নিয়ে সমঝোতায় পৌঁছানোর খবর জানায় বার্সেলোনা। আগামী জুলাইয়ে ৩ কোটি ইউরোয় ২১ বছর বয়সী এই মিডফিল্ডারকে চুক্তিভুক্ত করতে পারবে তারা। ভবিষ্যতে এতে আরও ৯০ লাখ ইউরো যোগ হতে পারে।

কাম্প নউয়ের আসার সিদ্ধান্ত নিয়ে আর্থার বলেন, “আমি ক্লাবটির ব্রাজিলিয়ান খেলোয়াড় পাওলিনিয়ো ও কৌতিনিয়োর সঙ্গে কথা বলেছিলাম। ক্লাবটির কাঠামো সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। কারণ ব্যক্তিগতভাবে আমি ক্লাবটিকে জানি না। তারা এটার অনেক প্রশংসা করে।”

বার্সেলোনার মতো একটি ক্লাবে নাম লেখানো যে কোনো খেলোয়াড়ের জন্যই স্বপ্ন বলে মনে করেন আর্থার। 

“আমি খুবই খুশি। এটা অসাধারণ একটি ক্লাব, বিশ্বের অন্যতম বড় একটি ক্লাব। এখানে খেলার স্বপ্ন থাকে প্রত্যেক খেলোয়াড়ের।”