শ্রীলংকার চোখে বাংলাদেশ শক্তিশালী

এশিয়ান গেমস হকির বাছাইয়ে উড়ছে বাংলাদেশ। পুলে নিজেদের তিনটি ম্যাচই জিতেছে জিমি-চয়নরা। বাছাইয়ের ফাইনালে ওঠার লড়াইয়ের আগে তাই বাংলাদেশকে শক্তিশালী মানছেন প্রতিপক্ষ শ্রীলঙ্কা দলের কোচ অনুরুদ্ধা হেরাথ বান্দারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2018, 06:07 PM
Updated : 14 March 2018, 06:07 PM

ওমানের কাবোস ক্রীড়া কমপ্লেক্সে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে দুই দল। তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ পুলের রানার্সআপ হয়ে সেরা চারে উঠে এসেছে শ্রীলঙ্কা। ৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ হয়েছিল ‘এ’ পুলের সেরা।

পুল পর্বের গোলের হিসাবে বাংলাদেশের চেয়ে ঢের পিছিয়ে শ্রীলঙ্কা। তিন ম্যাচ জয়ের পথে বাংলাদেশ ৩৫ গোল দিয়েছে, খেয়েছে মাত্র একটি। অন্যদিকে শ্রীলঙ্কা গোল দিয়েছে ১১টি, হজম করেছে ৬টি।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে একচ্ছত্র আধিপত্য বাংলাদেশের। সর্বশেষ ছয় ম্যাচের সবগুলোতেই জয়ী জিমিরা। ২০১৪ সালের এশিয়ান গেমস হকির বাছাইয়েও শ্রীলঙ্কাকে পেনাল্টি শুট আউটে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

অতীত-বর্তমান মিলিয়ে বাংলাদেশকে শক্তিশালী মানলেও নিজ দলের ওপর আস্থা রাখছেন শ্রীলঙ্কা কোচ বান্দারা।

“বাংলাদেশ শক্তিশালী দল-এ নিয়ে কোন সন্দেহ নেই। তবে আমরাও ভাল অবস্থায় আছি। আর বাংলাদেশ তাদের নিজেদের মাঠে যতটা ভাল, ঘরের বাইরে নিশ্চয় ততটা নয়।”

এশিয়ান গেমসে খেলা নিশ্চিত হলেও বাছাইয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থেকে সরে আসছেন না বাংলাদেশ কোচ হারুন।

“শ্রীলঙ্কা এখানে ভালই করেছে। আগের থেকে তাদের উন্নতি হয়েছে বলতেই হবে। তাই বলে আমাদের হারাতে পারবে বলে মনে হয় না। আশা করি, আমরা খুব ভালভাবেই ম্যাচটা জিতব।”