শেষ আটে সেভিয়া ও রোমা

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ৬০ বছর পর ইউরোপ সেরা প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে উঠেছে সেভিয়া। আর শাখতার দোনেৎস্ককে পিছনে ফেলে শেষ আটে জায়গা করে নিয়েছে রোমা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2018, 10:03 PM
Updated : 13 March 2018, 10:13 PM

মঙ্গলবার শেষ ষোলোর ফিরতি লেগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ইউনাইটেডকে তাদেরই মাঠে ২-১ গোলে হারায় সেভিয়া। ইংল্যান্ডের মাটিতে এটাই তাদের প্রথম জয়। স্প্যানিশ ক্লাবটির মাঠে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল।

অন্য ম্যাচে নিজেদের মাঠে শাখতার দোনেৎস্ককে ১-০ গোলে হারিয়েছে রোমা। ২০০৭-০৮ মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠলো ইতালির দলটি।

প্রথম লেগ ২-১ গোলে জিতেছিল ইউক্রেনের ক্লাব শাখতার। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ২-২ হলেও অ্যাওয়ে গোলের সুবিধায় পরের রাউন্ডে উঠলো রোমা।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ৩৮তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় ইউনাইটেড। আলেক্সিস সানচেসের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে মারোয়ানি ফেলাইনির শট ঠেকিয়ে দেন গোলরক্ষক রিকো।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও শট নিতে পারেননি সেভিয়ার মিডফিল্ডার কোররেয়া। চার মিনিট পর ইংলিশ মিডফিল্ডার জেসে লিনগার্ডের কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকান রিকো।

৭২তম মিনিটে কলম্বিয়ার মিডফিল্ডার লুইস মুরিয়েলের বদলি হিসেবে বেন ইয়েদেরকে নামান সেভিয়া কোচ। এর কিছুক্ষণ পরই চার মিনিটের ব্যবধানে বেন ইয়েদের দুবার ইউনাইটেডের জালে বল পাঠালে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় স্প্যানিশ দলটি।

৭৪তম মিনিটে পাবলো সারাবিয়ার পাস ধরে ডি-বক্সে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে জোরালো শটে পোস্ট ঘেঁষে প্রথম গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড বেন ইয়েদের।

আর্জেন্টাইন মিডফিল্ডার কোররেয়ার ক্রস গোলমুখে পেয়ে হেডে দ্বিতীয় গোলটি করেন ফরাসি মিডফিল্ডার বেন ইয়েদের। বল গোলরক্ষক দাভিদ দে হেয়ার হাতে লেগে গোললাইনে ড্রপ খেয়ে বারে লেগে ভিতরে ঢুকে যায়।

৮৪তম মিনিটে কাছ থেকে ব্যাবধান কমিয়ে নাটকীয়তার আভাস দেন বেলজিয়ামের ফরোয়ার্ড রোমেলু লুকাকু। কিন্তু শেষ পর্যন্ত সেভিয়ার পথে বাধা হতে পারেনি তারা।

যোগ করা সময়ে গোলরক্ষক দে হেয়াকে একা পেয়ে তার পায়ে মেরে হ্যাটট্রিকের সুযোগ হারান বেন ইয়েদের।

১৯৫৭-৫৮ মৌসুমের পর ইউরোপ সেরা প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে উঠল সেভিয়া। 

রোমের অলিম্পিক স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ৫২তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন এদিন জেকো। অফসাইডের ফাঁদ ভেঙে ডাচ মিডফিল্ডার কেভিন স্ট্রোটমানের বাড়ানো বল ধরে কোনাকুনি শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন বসনিয়ার ফরোয়ার্ড।

৭৯তম মিনিটে জেকোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইউক্রেনের ডিফেন্ডার ইভান অরডেটস। এক জন কম নিয়ে আর পেরে ওঠেনি শাখতার।

এর আগে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে গত দুবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, গতবারের রানার্সআপ ইউভেন্তুস, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি।