বেঙ্গালুরুর বিপক্ষে আবাহনীর অনুপ্রেরণা অতীত সাফল্য

গত এএফসি কাপে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে হারিয়েছিল আবাহনী লিমিটেড। এবার তাই ভারতের দলটির মুখোমুখি হওয়ার আগে অতীত সাফল্য থেকে অনুপ্রেরণা নিচ্ছেন আবাহনী কোচ সাইফুল বারী টিটু।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2018, 03:03 PM
Updated : 13 March 2018, 06:35 PM

আগামী বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৮টায় শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের দল নিউ রেডিয়েন্টের কাছে ১-০ গোলে হারে আবাহনী। এএফসি কাপের ২০১৬ সালের রানার্সআপ বেঙ্গালুরু আবাহনী ম্যাচ দিয়ে এবার যাত্রা শুরু করছে।
 
রেডিয়েন্টের বিপক্ষে ম্যাচে গোলের একাধিক সুযোগ নষ্ট করেন বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা, রুবেল মিয়া। ওই ম্যাচেরই ৬৫তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়া সানডে বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে পারবেন না।
 
গত লিগে ৯ গোল করা ফরোয়ার্ড সানডেকে না পেলেও বেঙ্গালুরুর বিপক্ষে লড়াইয়ের আগেই হেরে যেতে চান না টিটো। গত এফসি কাপে ভারতের দলটির বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচ থেকে অনুপ্রেরণা নিচ্ছেন তিনি।
 
“বেঙ্গালুরু খুবই কঠিন প্রতিপক্ষ হবে কিন্তু আমরা তাদের বিপক্ষে নিউ রেডিয়েন্ট ম্যাচের চেয়ে আরও ভালো পারফরম্যান্স করার চেষ্টা করব। রেডিয়েন্টকে আমরা যেভাবে উপরে উঠে খেলার সুযোগ দিয়েছি, জায়গা ছেড়েছি, সে সুযোগ বেঙ্গালুরুকে দেব না।”
 
“গত এএফসি কাপে ঢাকায় বেঙ্গালুরুকে হারিয়েছিল আবাহনী। তাই আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি এবং ম্যাচে কম ভুল করি, তাহলে তাদের বিপক্ষে পয়েন্ট পাওয়া সম্ভব।”