যুব গেমসের সাঁতারে আরিফুল-সুম্মার দাপট

বাংলাদেশ যুব গেমসের সাঁতারে দাপট দেখিয়েছেন আরিফুল ইসলাম। ঢাকা বিভাগের এই সাঁতারু জিতেছেন তিনটি সোনা। মেয়েদের বিভাগে দুটি সোনা জিতে চমক দেখিয়েছেন খুলনা বিভাগের সুম্মা খাতুন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2018, 03:43 PM
Updated : 11 March 2018, 03:43 PM

মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে রোববার ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইলে ২৫ দশমিক ২২ সেকেন্ড সময় নিয়ে সেরা হন আরিফুল। বিকেএসপির এই ছাত্র জাতীয় পর্যায়ে এর আগে আলো ছড়িয়েছেন। যুব গেমসেও সে ধারাবাহিকতা ধরে রাখলেন তিনি।

৩১ দশমিক ৩৭ সেকেন্ডে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকের স্বর্ণ জয়ের পর ১০০ মিটার ফ্রিস্টাইলেও সেরা হন আরিফুল। ৫৫ দশমিক ৭১ সেকেন্ডে সাঁতার শেষ করে তৃতীয় স্বর্ণ জয় করেন তিনি।

মেয়েদের ৫০ মিটারের ফ্রিস্টাইলে ৩০ দশমিক ৭৮ সেকেন্ড সময় নিয়ে সুম্মা নিজের প্রথম স্বর্ণ জেতেন। পরে ১০০ মিটার ফ্রিস্টাইলের স্বর্ণও জিতেন খুলনার এই সাঁতারু।

ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সেরা হয়েছেন খুলনার আল আমিন। এই ইভেন্টে মেয়েদের বিভাগে সেরা হয়েছেন একই বিভাগের রুপা খাতুন।

এদিকে ছেলেদের ফুটবলের ফাইনালে উঠেছে সিলেট ও রাজশাহী বিভাগ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষের পর অতিরিক্ত সময়ে রাসেল আহমেদের হ্যাটট্রিকে ৫-১ গোলে ঢাকাকে হারায় সিলেট।

দ্বিতীয় সেমি-ফাইনালে ২-১ গোলে রংপুরের বিপক্ষে জিতে রাজশাহী। আগামী বুধবার ফাইনালে মুখোমুখি হবে সিলেট ও রাজশাহী।