সুয়ারেসের ষোলো-কলা পূর্ণ

মালাগার বিপক্ষে বার্সেলোনার লক্ষ্যভেদ করে লা লিগায় গোলের সেট মিলিয়েছেন লুইস সুয়ারেস। ক্লাবটির হয়ে স্পেনের শীর্ষ লিগে এখন পর্যন্ত মুখোমুখি হওয়া ২৫ দলের সবকটির বিপক্ষে গোলের দেখা পেয়েছেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2018, 09:39 AM
Updated : 11 March 2018, 09:39 AM

লিগে শনিবার রাতে মালাগার মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরে এরনেস্তো ভালভেরদের দল। লিওনেল মেসিহীন দলকে ম্যাচের ১৫তম মিনিটে দারুণ এক হেডে এগিয়ে নেন সুয়ারেস। প্রথমার্ধেই অপর গোলটি করেন ফিলিপে কৌতিনিয়ো।

লিভারপুল থেকে ২০১৪ সালে বার্সেলোনায় নাম লেখানোর পর লা লিগায় এখন পর্যন্ত ২৫টি দলের বিপক্ষে খেলেছেন সুয়ারেস। মালাগার জালে বল জড়ানোয় সবকটি দলের বিপক্ষে গোল করা হয়ে গেল আক্রমণভাগের এই খেলোয়াড়ের। লিগে সব মিলিয়ে তার গোল দাঁড়াল ১০৬টি।

তৃতীয় সন্তানের বাবা হওয়া মেসি লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি ৩৬টি দলের বিপক্ষে গোল করেছেন। ৩৫ দলের বিপক্ষে গোল করেছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউল ও আথলেতিক বিলবাওয়ের অভিজ্ঞ স্ট্রাইকার আরিৎস আদুরিস।

এই লিগে এখন পর্যন্ত ৩৩টি দলের বিপক্ষে খেলে ৩১ দলের বিপক্ষে গোলের দেখা পেয়েছেন রিয়াল ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।