চেলসির জয়ে উইলিয়ানের গোল

ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের নৈপুণ্যে এগিয়ে যাওয়া চেলসি প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে নেয় আত্মঘাতী গোলে। দ্বিতীয়ার্ধে এক গোল হজম করলেও শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে আন্তোনিও কন্তের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2018, 07:50 PM
Updated : 10 March 2018, 07:50 PM

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারানো চেলসি ৩০ ম্যাচে ১৭ জয় ও পাঁচ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় চেলসি। বাঁ-দিক দিয়ে আক্রমণে ওঠা উইলিয়ান ডি বক্সের প্রায় মাঝামাঝি গিয়ে ডান পায়ের জোরালো শট নেন। বল কাছের পোস্টের ভেতরের কানায় লেগে ঠিকানা খুঁজে পায়।

৩২তম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ইতালিয়ান ডিফেন্ডার দাভিদে জাপ্পাকস্তার ডান দিক থেকে বাড়ানো ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন মার্টিন কেলি।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও আর গোলের দেখা পায়নি চেলসি। ৫১তম মিনিটে উইলিয়ান এবং তিন মিনিট পর অলিভিয়ে জিরুদের প্রচেষ্টা লক্ষ্যে থাকেনি। ৬৭তম মিনিটে জিরুদের শট পোস্টে লেগে ফিরলে আবারও হতাশ হতে হয় দলটিকে।

উল্টো ৯০তম মিনিটে দারুণ প্লেসিং শটে ব্যবধান কমান নেদারল্যান্ডসের ডিফেন্ডার প্যাটট্রিক ফন আনহোল্ট। বাকি সময়ে আর সমতায় ফেরা গোলের দেখা পায়নি ৩০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে থাকা দলটি।

শনিবার নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে মারকাস র‌্যাশফোর্ডের জোড়া গোলে লিভারপুলকে ২-১ ব্যবধানে হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ৩০ ম্যাচে ২০ জয় ও পাঁচ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল।