রোনালদোর জোড়া গোলে রিয়ালের জয়

আবারও জ্বলে উঠলেন দারুণ ছন্দে থাকা ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার জোড়া গোলে এইবারকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2018, 01:51 PM
Updated : 10 March 2018, 02:19 PM

শনিবার লা লিগায় প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল।

ম্যাচের প্রথম দিকে বল পেতে লড়াই করতে হচ্ছিল রিয়ালকে। তবে গুছিয়ে উঠতে দেরি হয়নি তাদের। ৩৩তম মিনিটে এগিয়েও যেতে পারতো তারা; কিন্তু গ্যারেথ বেলের শট গোলরক্ষক ঠেকানোর পর আলগা বল পেয়ে রোনালদোর নেওয়া শট রুখে দেন এক ডিফেন্ডার।

পরের মিনিটে প্রতিপক্ষের ভুল আর রোনালদোর নৈপুণ্যে এগিয়ে যায় অতিথিরা। মাঝমাঠের কাছে স্প্যানিশ ডিফেন্ডার আরবিয়ারভুল পাসে বল পেয়ে লুকা মদ্রিচ বাঁ-দিকে দারুণ ক্রস দেন পর্তুগিজ ফরোয়ার্ডকে। বুক দিয়ে বল নামিয়ে ডি-বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ছন্দে থাকা রোনালদো।

৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। তবে ডি-বক্সের ঠিক বাইরে থেকে রোনালদোর জোরালো শট এক হাত দিয়ে ঠেকান সার্বিয়ান গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ।

প্রথমার্ধের শুরুর মতো বিরতির পরও বেশ গোছানো ফুটবল খেলতে থাকে এইবার। ৫০তম মিনিটে গোলও পেয়ে যায় তারা। সঙ্গে লেগে থাকা সের্হিও রামোসকে ফাঁকি দিয়ে কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ ডিফেন্ডার সের্হিও রামিজ।

৫২তম মিনিটে আবারও রোনালদোকে হতাশ করেন এইবার গোলরক্ষক। বেলের দারুণ পাস ফাঁকায় পেয়ে পর্তুগাল অধিনায়কের নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকান দিমিত্রোভিচ।

৮৪তম মিনিটে দ্বিতীয় গোলটিও নিজেদের ভুলে খায় স্বাগতিকরা। মিডফিল্ডার পেদ্রো লেওন বল হারালে সুযোগটি তৈরি হয়; সতীর্থদের পা ঘুরে বল পেয়ে ডান দিকে থেকে ক্রস বাড়ান দানি কারবাহাল আর জোরালো হেডে লক্ষ্যভেদ করেন রোনালদো।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে শেষ সাত ম্যাচে ১৩ গোল করলেন রোনালদো। এবারের লিগে তার মোট গোল হলো ১৮টি। 

২৮ ম্যাচে ১৭ জয় ও ছয় ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৪ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছ এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ।