চেলসির বিপক্ষে অনিশ্চিত ইনিয়েস্তা

হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে বার্সেলোনা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছেন দলটির কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2018, 12:51 PM
Updated : 10 March 2018, 12:53 PM

কাম্প নউয়ে বুধবার প্রতিযোগিতাটির শেষ ষোলোর ফিরতি লেগে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বার্সেলোনা। গত মাসে স্ট্যামফোর্ড ব্রিজে ১-১ গোলে ড্র হয়েছিল প্রথম লেগ।

নিজেদের মাঠে গত রোববার লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন ইনিয়েস্তা। শনিবার মালাগার মাঠে হতে যাওয়া লিগ ম্যাচের দলে স্বাভাবিকভাবেই নেই তিনি।

ইনিয়েস্তার প্রসঙ্গে সাংবাদিকদের বার্সেলোনা কোচ বলেন, "এই মুহূর্তে সে একা অনুশীলন করছে। এসব বিষয়ে আমরা অবশ্য তাড়াহুড়ো করতে চাই না। আগামী সপ্তাহে তাকে পাওয়া যাবে কি-না, তা এখন বলাটা খুব আগেভাগে হয়ে যায়।"

"যদিও সে অনন্য, তবে আমাদের এই ধরনের আরও খেলোয়াড় আছে। একই রকমের আমাদের অনেক খেলোয়াড় আছে; দেনিস সুয়ারেস, ফিলিপে কৌতিনিয়ো ও আন্দ্রে গোমেস।...তারা ইনিয়েস্তার জায়গায় খেলতে পারে।"

জেরার্দ পিকেও হাঁটুর চোটে ভুগছেন; তবে তা গুরুতর কিছু নয়। মালাগা ও চেলসির বিপক্ষে স্প্যানিশ এই ডিফেন্ডার থাকবেন বলে ইঙ্গিত দিয়েছেন ভালভেরদে।