বার্সায় নাম লেখাচ্ছেন ব্রাজিলের আর্থার

অনেক দিন ধরেই গুঞ্জন ছিল, গ্রেমিওর মিডফিল্ডার আর্থারকে দলে টানতে চায় বার্সেলোনা। প্রতীক্ষিত এই দল-বদল হচ্ছে বলে নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান ক্লাবটির সভাপতি।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2018, 03:01 PM
Updated : 9 March 2018, 03:01 PM

গত বছর গ্রেমিওর কোপা লিবার্তাদোরেস শিরোপা জয়ে দারুণ অবদান রাখার পর থেকেই আর্থারের প্রতি বার্সেলোনা আগ্রহ দেখিয়ে আসছিল বলে খবর ছাপায় কিছু সংবাদ মাধ্যম। গত ডিসেম্বরে কাতালান ক্লাবটির ক্রীড়া বিষয়ক পরিচালক রবের্ত ফের্নান্দেসের সঙ্গে এক বৈঠকে তার গায়ে বার্সেলোনার জার্সি দেখা যায়।

ধারণা করা হচ্ছে, ২১ বছর বয়সী আর্থারকে পেতে বার্সেলোনার খরচ হবে আনুমানিক ৪ কোটি ইউরো।

এ ব্যাপারে গ্রেমিওর সভাপতি রমিলদো বলজান সাংবাদিকদের বলেন, “বিষয়টা শেষ হওয়ার পথে রয়েছে।”

“নথিগুলো এখনও সই করা হয়নি। তবে এই দল-বদল চূড়ান্ত ধাপে পৌঁছেছে। আমার মনে হয়, আগামীকাল বা পরশুদিনের মধ্যে এটা সম্পন্ন হয়ে যাবে।”

জানুয়ারির দল-বদলে দক্ষিণ আমেরিকান আরও দুই খেলোয়াড় দলে টানে বার্সেলোনা। ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো লিভারপুল থেকে ও কলম্বিয়ার সেন্টার-ব্যাক জেরি মিনা পালমেইরাস থেকে নাম লেখান কাম্প নউয়ে।