বিদায়ের আগে সিটির অজেয় যাত্রা থামাল বাসেল
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2018 04:10 AM BdST Updated: 08 Mar 2018 04:19 AM BdST
চলতি বছর শুরুর একাদশে প্রথম নেমেই গোল করলেন গাব্রিয়েল জেসুস। কিন্তু জিততে পারলো না চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকা ম্যানচেস্টার সিটি। ইউরোপ সেরার আসর থেকে বিদায় নেওয়ার আগে পেপ গুয়ার্দিওলার দলকে ভুলতে বসা হারের স্বাদ দিয়েছে এফসি বাসেল।
Related Stories
ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে সিটিকে ২-১ গোলে হারায় বাসেল। তবে প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে ৪-০ ব্যবধানে জেতা সিটি দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার-ফাইনালে উঠেছে।
সিটিকে পেছনে ফেলে সেরা আটে উঠতে হলে ইতিহাস গড়তে হতো বাসেলকে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নকআউট পর্বে কোনো দল নিজেদের মাঠে চার গোল হজম করে পরের পর্বে যেতে পারেনি।

সপ্তদশ মিনিটে সমতায় ফেরে বাসেল। ডি বক্সের ভেতরে সিটির জন স্টোনের পায়ে লেগে বল চলে যায় মোহামেদ এলাওনৌসির কাছে; ডান পায়ের জোরালো ভলিতে ক্লাওদিও ব্রাভোকে পরাস্ত করেন মরক্কো বংশোদ্ভূত নরওয়ের এই ফরোয়ার্ড।
ম্যাচ জুড়ে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকা সিটি ৭১তম মিনিটে পিছিয়ে পড়ে। এলাওনৌসির বাড়ানো বল ডান পায়ের জোরালো শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানায় পৌঁছে দেন মাইকেল ল্যান।
ইউরোপ সেরা প্রতিযোগিতায় ইতিহাদ স্টেডিয়ামে নিজেদের ইতিহাসে টানা সর্বোচ্চ ১২ ম্যাচ অপরাজিত থাকার পর হারলো সিটি।
-
রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে
-
ইউক্রেইনের মানুষদের জন্য খেলবে লিভারপুল: ক্লপ
-
রিয়ালের সামনে ‘ট্রেবল’ জয়ের চাপে লিভারপুল
-
লিসবনের দুঃখ প্যারিসে ভুলতে চান কোর্তোয়া
-
‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
-
‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
-
টিভিতে আজ
-
লিভারপুলের প্রতিশোধ নেওয়ার থাকলে রিয়ালেরও আছে: আনচেলত্তি
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’
- মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি