বিদায়ের আগে সিটির অজেয় যাত্রা থামাল বাসেল

চলতি বছর শুরুর একাদশে প্রথম নেমেই গোল করলেন গাব্রিয়েল জেসুস। কিন্তু জিততে পারলো না চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকা ম্যানচেস্টার সিটি। ইউরোপ সেরার আসর থেকে বিদায় নেওয়ার আগে পেপ গুয়ার্দিওলার দলকে ভুলতে বসা হারের স্বাদ দিয়েছে এফসি বাসেল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2018, 10:10 PM
Updated : 7 March 2018, 10:19 PM

ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে সিটিকে ২-১ গোলে হারায় বাসেল। তবে প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে ৪-০ ব্যবধানে জেতা সিটি দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার-ফাইনালে উঠেছে।

সিটিকে পেছনে ফেলে সেরা আটে উঠতে হলে ইতিহাস গড়তে হতো বাসেলকে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নকআউট পর্বে কোনো দল নিজেদের মাঠে চার গোল হজম করে পরের পর্বে যেতে পারেনি।

বাসেলের ইতিহাস গড়ার স্বপ্ন আরও ফিকে হয়ে যায় ম্যাচের অষ্টম মিনিটে। লেরয় সানের বাড়ানো বল ধরে ডান দিক থেকে ক্রস দেন বের্নার্দো সিলভা। দূরের পোস্টে ফাঁকায় থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন।

সপ্তদশ মিনিটে সমতায় ফেরে বাসেল। ডি বক্সের ভেতরে সিটির জন স্টোনের পায়ে লেগে বল চলে যায় মোহামেদ এলাওনৌসির কাছে; ডান পায়ের জোরালো ভলিতে ক্লাওদিও ব্রাভোকে পরাস্ত করেন মরক্কো বংশোদ্ভূত নরওয়ের এই ফরোয়ার্ড।

ম্যাচ জুড়ে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকা সিটি ৭১তম মিনিটে পিছিয়ে পড়ে। এলাওনৌসির বাড়ানো বল ডান পায়ের জোরালো শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানায় পৌঁছে দেন মাইকেল ল্যান।

ইউরোপ সেরা প্রতিযোগিতায় ইতিহাদ স্টেডিয়ামে নিজেদের ইতিহাসে টানা সর্বোচ্চ ১২ ম্যাচ অপরাজিত থাকার পর হারলো সিটি।