পোর্তোর কাছে অজেয় থেকেই সেরা আটে লিভারপুল

পোর্তোর মাঠে প্রথম লেগের দাপুটে জয়ে সেরা আটে এক পা দিয়ে রেখেছিল লিভারপুল। অ্যানফিল্ডে গোলশূন্য ড্র করে দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানের অগ্রগামিতায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে ইয়ুর্গেন ক্লপের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2018, 10:06 PM
Updated : 6 March 2018, 10:20 PM

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে  ড্রসহ সব প্রতিযোগিতা মিলিয়ে খেলা ছয় ম্যাচে পর্তুগালের দলটির কাছে অজেয় থাকল লিভারপুল।পোর্তোর মাঠে প্রথম লেগে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির বড় ব্যবধানের জয়ে হ্যাটট্রিক করেছিলেন সাদিও মানে।

সেরা আটে ঠাঁই পেতে হলে প্রতিপক্ষের মাঠে পর্তুগালের দলটাকে একরকম অসাধ্য সাধন করতে হতো। কিন্তু লিভারপুলের জাল একবারের জন্যও খুঁজে পায়নি তারা। 

নিজেদের মাঠে খেলতে নামা লিভারপুল এগিয়ে যেতে পারত অষ্টাদশ মিনিটে। কিন্তু মানের ডান পায়ের শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়।

৩১তম মিনিটে জেমস মিলনারের বাড়ানো বলে মানের নেওয়া শট বাঁ দিকের পোস্টে লেগে প্রতিহত হয়। চার মিনিট পর ক্রোয়েশিয়ান ডিফেন্ডার দেইয়ার লোভরেনের হেড লক্ষ্যভ্রষ্ট হলে লিভারপুল সমর্থকদের হতাশা আরও বাড়ে।

দ্বিতীয়ার্ধেও বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল লিভারপুল। তবে স্বাগতিকরা কাঙ্ক্ষিত গোল পায়নি মিশরের ফরোয়ার্ড মোহামেদ সালাহর প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হওয়ায়। পোর্তো পারেনি তেমন কোনো সুযোগ তৈরি করতে।