মেসির ‘দুর্দান্ত মুহূর্তে’ ম্যাচ বার্সেলোনার

বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি দুর্দান্ত এক মুহূর্তে ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন আতলেতিকোর মিডফিল্ডার সাউল নিগেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2018, 02:06 PM
Updated : 5 March 2018, 02:06 PM

কাম্প নউয়ে রোববার স্পেনের শীর্ষ লিগে বার্সেলোনার কাছে ১-০ গোলে হারে দিয়েগো সিমেওনের দল। প্রথমার্ধে দারুণ এক ফ্রি-কিক থেকে একমাত্র গোলটি করেন মেসি।

এই জয়ে লিগে ১১ ম্যাচ হাতে রেখে ৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গিয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করেছে কাতালান ক্লাবটি।

আতলেতিকোর কোচ দিয়েগো সিমেওনের মতে, বার্সেলোনার সঙ্গে তার দলের লড়াইয়ে পার্থক্য গড়ে দিয়েছে মেসি। একই ভাষ্য সাউলেরও।

ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “কোনো দলেরই পরিষ্কার সুযোগ ছিল না। পার্থক্য ছিল মেসি, যে দারুণ এক মুহূর্তে ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।”

মেসির খেলায় মুগ্ধ আতলেতিকোর রক্ষণভাগের খেলোয়াড় হোসে মারিয়া হিমেনেসও।

“মেসি অন্য গ্রহের। ফ্রি-কিক থেকে সে অসাধারণ একটি গোল করেছে।”

“দ্বিতীয়ার্ধে আমরা যেভাবে শুরু করেছিলাম প্রথমার্ধে সেভাবে শুরু করতে না পারাটায় আমরা পিছিয়ে ছিলাম। আমরা এটা করতে পারলে ম্যাচটা অন্য রকম হতে পারতো।”

এই জয়ে চলতি লিগে এখন পর্যন্ত অপরাজিত থাকা বার্সেলোনার পয়েন্ট হলো ২৭ ম্যাচে ৬৯। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকোর পয়েন্ট ৬১। ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।