চেলসিকে হারিয়ে শিরোপার আরও কাছে সিটি

রক্ষণাত্মক খেলা চেলসি শেষ পর্যন্ত আটকে রাখতে পারেনি ম্যানচেস্টার সিটিকে। স্বস্তির জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আরও কাছাকাছি পৌঁছে গেছে পেপ গুয়ার্দিওলার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2018, 06:09 PM
Updated : 4 March 2018, 06:09 PM

ইতিহাদ স্টেডিয়ামে রোববার বর্তমান চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারায় সিটি।

২৯ ম্যাচে ২৫ জয় ও তিন ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে শিরোপার পথে ছুটছে গুয়ার্দিওলার দল। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের চেয়ে ১৮ পয়েন্ট এগিয়ে তারা।

নিজেদের মাঠে শুরু থেকে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল সিটি। রক্ষণ জমাট রেখে খেলছিল চেলসি। গোলশূন্য প্রথমার্ধের ২৮তম মিনিটে এগিয়ে যাওয়ার সেরা সুযোগটি নষ্ট হয় চার তৃতীয়াংশ সময় বলের নিয়ন্ত্রণে থাকা সিটির। কেভিন ডি ব্রুইনের ফ্রি-কিক থেকে পাওয়া বলে লেরয় সানের জোরালো শট গোলরক্ষক থিবো কর্তোয়াকে ফাঁকি দেওয়ার পর গোললাইন থেকে ফেরান সিজার আসপিলিকুয়েতা।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৩৫ সেকেন্ডের মধ্যেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় আগের লিগ ম্যাচে আর্সেনালকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে আসা সিটি। চেলসির ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সের্হিও আগুয়েরোর বল পাঠান দাভিদ সিলভাকে। বাঁ দিক থেকে তার ক্রসে দারুণ টোকায় বল জালে পাঠান পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা।

পিছিয়ে পড়ার পরও খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারেনি চেলসি। শেষ পর্যন্ত লিগে অষ্টম হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে আন্তোনিও কন্তের দল। ২৯ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা।

রোববার অন্য ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মাঠে ২-১ গোলে হারা আর্সেনাল ২৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে। ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে টটেনহ্যাম।