নেইমারের অস্ত্রোপচার সফল

নেইমারের পায়ের পাতায় ভাঙা হাড় সারাতে করা অস্ত্রোপচার সফল হয়েছে বলে নিশ্চিত করেছে পিএসজি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2018, 05:10 PM
Updated : 3 March 2018, 05:12 PM

শনিবার ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনও (সিবিএফ) জানায়, অস্ত্রোপচার সফল হয়েছে।

একজন মুখপাত্র বলেন, “অস্ত্রোপচার শেষ হয়েছে। নেইমার এখন তার রুমে আছে। এটা ভালোভাবে হয়েছে।“

গত রোববার ফরাসি লিগে মার্সেইয়ের বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে নেইমারের পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল হাড় ভেঙে যায়। শনিবার ব্রাজিলের বেলো হরিজন্তেতে অস্ত্রোপচার করা হয়।

চিকিৎসকরা আগেই জানিয়েছেন, নেইমারের সেরে উঠতে আড়াই থেকে তিন মাস সময় লাগতে পারে। এর অর্থ আক্রমণভাগের এই খেলোয়াড় খুব দ্রুত সুস্থ হয়ে উঠলে মে মাসের মাঝামাঝি সময়ে মাঠে ফিরতে পারেন। ১৪ জুন শুরু হবে রাশিয়া বিশ্বকাপ।