‘দিবালা একজন জিনিয়াস’

পাওলো দিবালা প্রতিভাবান একজন খেলোয়াড়; আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বিশ্ব ফুটবলে সেরাদের একজন হবে বলে বিশ্বাস ইউভেন্তুসে তার সতীর্থ ব্লেজ মাতুইদির।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2018, 03:30 PM
Updated : 3 March 2018, 03:30 PM

২০১৫ সালে পালেরমো থেকে আসার পর থেকে ইউভেন্তুসে অনেক প্রশংসা কুড়িয়েছেন দিবালা। ক্লাবটিতে নিজের জায়গা পাকোপোক্ত করার পাশাপাশি সব ধরনের প্রতিযোগিতায় আর্জেন্টিনার এই খেলোয়াড় করেছেন ৫৯ গোল।

চলতি সেরি আয় এখন পর্যন্ত ১৪ গোল করেছেন দিবালা; করিয়েছেন আরও তিন গোল।

গত অগাস্টে পিএসজি থেকে ইউভেন্তুসে আসার পর থেকেই দিবালার গুণাবলিতে মুগ্ধ মাতুইদি। প্রশংসা করলেন দলটির মিডফিল্ডার মিরালেম পিয়ানিচেরও।  

ফরাসি মিডফিল্ডার মাতুইদি বলেন, “আমি তাকে (দিবালা) খুবই বড় মাপের খেলোয়াড় হয়ে উঠতে দেখছি। বল পায়ে সে একজন জিনিয়াস।”

“মিরালেম এরই মধ্যে খুব ভালো কিছু করেছে। তার সামনে এখনও ভালো অনেকগুলো বছর আছে। আপনি তার কাছে থাকলে বুঝতে পারবেন, সে বড় মাপের একজন খেলোয়াড়। সে জানে সবকিছু কিভাবে করতে হয়।”

ইউভেন্তুসের কিংবদন্তি গোলরক্ষক জানলুইজি বুফ্ফনেরও উচ্ছ্বসিত প্রশংসা করলেন মিডফিল্ডার মাতুইদি।

“আমি তাকে একজন খেলোয়াড় হিসেবে জানতাম; কিন্তু মানুষ হিসেবে জানতাম না। মানুষটা খুবই অসাধারণ, অনেক শ্রদ্ধার ও খুবই পেশাদার।"