পালমাসকে পেনাল্টি দেওয়ার কারণ জানে না বার্সেলোনা

লা লিগায় বার্সেলোনার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে পালমাসের পক্ষে দেওয়া পেনাল্টির সিদ্ধান্তটি মানতে পারছেন এরনেস্তো ভালভেরদে। এমনকি তা কি কারণে দেওয়া হয়েছে, সেটাও নাকি দলের কেউ জানে না বলে জানিয়েছেন কাতালান ক্লাবটির কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2018, 03:46 PM
Updated : 2 March 2018, 03:46 PM

স্পেনের শীর্ষ লিগে বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফেরে বার্সেলোনা।

লিওনেল মেসির দুর্দান্ত এক ফ্রি-কিকে প্রথমার্ধে এগিয়ে যায় অতিথি দল। বিরতির পরই আর্জেন্টাইন ফরোয়ার্ড জোনাথন কায়েরির স্পট কিকে ম্যাচে সমতা ফেরায় পালমাস।

ম্যাচটি জিতলে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থাকতো বার্সেলোনা। ড্র করায় এখন ৫ পয়েন্টের ব্যবধানে শীর্ষে আছে এবারের লিগে এখন পর্যন্ত অপরাজিত দলটি।

দুই বছরের বেশি সময় পর বার্সেলোনার বিপক্ষে কোনো দলের এটাই প্রথম পেনাল্টি পাওয়ার ঘটনা। তাদের বিপক্ষে এর আগে সবশেষ পেনাল্টি পেয়েছিল সেল্তা ভিগো, ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি।

তবে পালমাসকে স্পট কিক দেওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ দেখছেন না ভালভেরদে। ম্যাচ শেষে বার্সেলোনার খেলোয়াড়রাও জানায়, পেনাল্টি দেওয়ার কোনো কারণ জানানো হয়নি তাদের। তবে ধারণা করা হচ্ছে, লুকাস দিনিয়ের হ্যান্ডবল অথবা গোলমুখে সের্হি রবের্তোর বিরুদ্ধে প্রতিপক্ষের ডিফেন্ডার মাতিয়াসকে ফেলে দেওয়ার অভিযোগে পেনাল্টির বাঁশি বাজিয়ে থাকতে পারেন রেফারি।  

এ ব্যাপারে ভালভেরদে বলেন, "আমরা জানি না কী কারণে রেফারি পেনাল্টিটি দিয়েছেন। ড্রেসিং রুমের কেউই এর কারণ জানে না। আমরা বুঝতেছি না, কেন তিনি বাঁশিতে ফুঁ দিলেন, এটা ব্যাখ্যাতীত।"

"হয়তো টেলিভিশনে দেখলে সিদ্ধান্তের কারণটা পরিষ্কার হবে। এটা অদৃশ্য এক পেনাল্টি ছিল। এটা আমাদের অনেক ক্ষতি করেছে।"

শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ২৬ ম্যাচে ৬৬। আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬১। আগামী রোববার কাম্প নউয়ে লিগের ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।