৩ মাস মাঠের বাইরে থাকতে পারেন নেইমার

নেইমারের পায়ের পাতার ভাঙা হাড়ে অস্ত্রোপচার করানোর পর তার মাঠে ফিরতে তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2018, 02:39 PM
Updated : 1 March 2018, 02:39 PM

গত রোববার ফরাসি লিগে মার্সেইয়ের বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে ২৬ বছর বয়সী নেইমারের ডান পায়ের গোঁড়ালির গাট মচকে যায়। ভাঙে পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল হাড়।

পিএসজির কোচ উনাই এমেরি শুরুতে নেইমারের কোনোরকম অস্ত্রোপচারের বিরুদ্ধে ছিলেন। আগামী ৬ মার্চ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি পর্বে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পাওয়ার আশা ছিল তার। তবে বুধবার ক্লাব সভাপতি নাসের আল-খেলাইফি জানান, অস্ত্রোপচার করানো ছাড়া আর কোনো উপায় নেই।

আগামী শনিবার ব্রাজিলের বেলো হরিজন্তেতে নেইমারের পায়ে অস্ত্রোপচার হবে। ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার গ্লোবো টিভিকে বলেন, “এটা পায়ের পাতার মাঝের একটি হাঁড়ের বড় ধরনের ফ্র্যাকচার। শনিবার সকালে বেলো হরিজন্তেতে অস্ত্রোপচার করা হবে। এখনও সময় ঠিক হয়নি; তবে নিশ্চিতভাবে ওই দিনই হবে।”

“সেরে উঠতে আড়াই মাস থেকে তিন মাস সময় লাগবে। অস্ত্রোপচারের পর সময়ের বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারব।”

“তার মন খারাপ। কিন্তু সে বুঝতে পারছে যে যত দ্রুত সম্ভব সেরে ওঠা ছাড়া করার কিছু নেই।”

আগামী ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপ পথচলা শুরু হবে ব্রাজিলের। ‘ই’ গ্রুপে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ কোস্টা রিকা ও সার্বিয়া।

আগামী ১৯ মে কঁর বিপক্ষে লিগ ওয়ানে নিজেদের শেষ ম্যাচ খেলবে পিএসজি। আর চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারলে এবং শেষ পর্যন্ত গেলে ২৬ মে কিয়েভে ফাইনাল দিয়ে মৌসুমের শেষ ম্যাচ খেলবে পিএসজি। তবে নেইমারের বাস্তবসম্মত লক্ষ্য হতে পারে বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রস্তুতি ম্যাচগুলোয় খেলা।