বার্সার মাঠে গোল করতে মরিয়া গ্রিজমান

বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে কখনোই গোল করতে পারেননি অঁতোয়ান গ্রিজমান। আসছে লা লিগা ম্যাচেই সে খরা ঘোচাতে মরিয়া আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2018, 01:49 PM
Updated : 1 March 2018, 01:49 PM

রোববার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার মাঠে খেলতে যাবে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো।

গ্রিজমানকে দলে টানতে ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহী বলে মৌসুমের শুরুতে অনেক সংবাদমাধ্যমে খবর আসে। তবে শেষ পর্যন্ত আক্রমণভাগের এই খেলোয়াড়কে ধরে রাখতে সক্ষম হয় আতলেতিকো। অবশ্য চলতি মৌসুমই ক্লাবটিতে ফরাসি এই খেলোয়াড়ের শেষ বলে ধারণা করা হচ্ছে।

আতলেতিকো ছেড়ে গ্রিজমান বার্সেলোনায় পাড়ি জমাতে পারেন বলেও সংবাদ মাধ্যমে খবর আছে। ক্লাবটির সঙ্গে নাকি তার যোগাযোগও রয়েছে। তবে তা অস্বীকার করেছে কাতালান ক্লাবটি।

২৬ বছর বয়সী এই খেলোয়াড়ের পুরো মনোযোগ এখন বার্সেলোনা ম্যাচে। দারুণ ছন্দে আছেন ফরাসি এই ফরোয়ার্ড; গত রোববার সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার তিন দিন পর বুধবার রাতে লেগানেসের বিপক্ষে দলের ৪-০ ব্যবধানের জয়ে চারটি গোলই করেন গ্রিজমান। লক্ষ্য এবার কাম্প নউয়ে গোল উদযাপনের।

"আমি কখনই ক্যাম্প নউয়ে গোল করতে পারিনি। রোববার আমি খুব করে গোল করতে ও উদযাপন করতে চাই।"

"ক্লাব ও জাতীয় দলের হয়ে দারুণ কিছু করার প্রচেষ্টায় এখন নজর আমার। দুটি দলের সঙ্গে আমি গভীরভাবে সম্পৃক্ত।"

"লা লিগা, ইউরোপা লিগ ও বিশ্বকাপে আমি আমার দলের সঙ্গে উপভোগ করতে চাই। এর পর কী ঘটতে পারে তা নিয়ে ভাবি না।"

লা লিগায় শিরোপা লড়াইয়ে ভালোভাবেই আছে আতলেতিকো। ২৬ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দিয়েগো সিমেওনের দল। ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা।