পরাজয় আমাদের প্রাপ্য ছিল না: জিদান

এস্পানিওলের বিপক্ষে দ্বিতীয়ার্ধে নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন জিনেদিন জিদান। তবে পরাজয় প্রাপ্য ছিল না বলে মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2018, 12:48 PM
Updated : 28 Feb 2018, 12:48 PM

মঙ্গলবার রাতে লা লিগায় এস্পানিওলের মাঠ থেকে ১-০ গোলের হার নিয়ে ফিরে বর্তমান চ্যাম্পিয়নরা। যোগ করা সময়ে অতিথিদের হতাশায় ডুবানো গোলটি করেন জেরার্দ মোরেনো। 

ম্যাচটিতে দল গড়া নিয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে জিদানকে। চোটের কারণে আগে থেকেই বাইরে ছিলেন লুকা মদ্রিচ, টনি ক্রুস ও মার্সেলো। ক্রিস্তিয়ানো রোনালদোকে রাখেন বিশ্রামে। তারপর আবার আক্রমণভাগের আরেক সদস্য করিম বেনজেমাকে বেঞ্চে রেখে একাদশ সাজান রিয়াল কোচ।

দলের পারফরম্যান্স নিয়ে জিদান বলেন, "সবক্ষেত্রেই আমরা অল্প কিছু মিস করেছি। আমরা ভালোভাবে শুরু করেছিলাম এবং গোলের কিছু সুযোগও পেয়েছিলাম। তবে দ্বিতীয়ার্ধটা একেবারে বাজে ছিল।"

"এস্পানিওল অল্প কিছু সুযোগ পেয়েছিল। এই পরাজয় আমাদের কষ্ট দিয়েছে… খেলোয়াড়দের জন্য আমার খারাপ লাগছে।"

"কখনও কখনও আপনি ফুটবলটা বুঝবেন না। দ্বিতীয়ার্ধে আমাদের এমন কিছু মুহূর্ত ছিল। তবে এসব কঠিন মুহূর্তগুলো আপনাকে মেনে নিতে হবে।"

"সময় যখন প্রায় শেষ এবং স্কোরলাইন ০-০ তখনও কিছু ঘটতে পারে। আমরা সবসময় জয়ের খোঁজে থাকি। আজ এটা অর্জন করতে পারিনি।"

"তারা শেষ মিনিটে গোলটা করে। তবে এটা নিয়ে আমাদের দ্বিতীয়বার চিন্তা করা উচিত হবে না। জয় বা পরাজয় কোনোটাই প্রাপ্য ছিল না আমাদের।"