‘রোনালদোর মুখোমুখি হওয়াটা বিশেষ কিছু’

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের সঙ্গী ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল। ইরানের কোচ কার্লোস কেইরোস তাই আগেভাগে জানিয়ে রাখলেন, ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হওয়াটা তার জন্য বিশেষ কিছু হবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2018, 08:48 AM
Updated : 28 Feb 2018, 08:48 AM

গত ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে চমকে দিতে বসেছিল ইরান। গোলশূন্য ড্রয়ের পথে এগোতে থাকা ম্যাচটি কেইরোসের দল হেরেছিল যোগ করা সময়ে লিওনেল মেসি গোল করায়।

রিয়াল মাদ্রিদ, পর্তুগালের সাবেক কোচ কেইরোস এবার রাশিয়া বিশ্বকাপে রোনালদোদের বিপক্ষে একটি স্মরণীয় ম্যাচ প্রত্যাশা করছেন।

“যখন আপনি সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলবেন, তখন বরাবরের মতো এ ম্যাচও বিশেষ হতে যাচ্ছে। এ ক্ষেত্রে রোনালদোই বিশ্বের সেরা খেলোয়াড়।”

“কিন্তু যখন ম্যাচ শুরু হবে, তখন শুধু দুটো দল থাকবে, যারা জয়ের চেষ্টা করবে। ফুটবলই ঠিক করে দেবে দিনটায় কে জিতবে এবং কে মাঠে প্রতিপক্ষের তুলনায় ভালো খেলেছিল।”

“স্মৃতিগুলো আপনার সঙ্গে থাকবে। বিশেষ করে যে স্মৃতিগুলো আমরা ম্যানচেস্টার ইউনাইটেড ও পর্তুগাল জাতীয় দলের হয়ে ভাগাভাগি করেছি। যদিও সেগুলো অনেক দিন আগের তবুও স্মৃতিগুলো সঙ্গে থাকবে।”

রাশিয়া বিশ্বকাপে ‘বি’ গ্রুপে ইরান ও পর্তুগালের সঙ্গে আছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও মরক্কো।