‘ইউরোপের কৌশল’ শেখাতে চান গোলরক্ষক কোচ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2018 07:51 PM BdST Updated: 27 Feb 2018 07:51 PM BdST
আশরাফুল ইসলাম রানা-আনিসুর রহমান জিকো-মাহফুজ হাসান প্রিতমদের সঙ্গে সপ্তাহখানেকও কাজ করা হয়নি জ্যাসন ব্রাউনের। তবে নতুন শিষ্যদের শেখার আগ্রহে মুগ্ধ ওয়েলসের এই গোলরক্ষক কোচ। শেখাতে চান ইউরোপের কৌশল।
গত ২১ ফেব্রুয়ারি তিন মাসের জন্য ব্রাউনকে গোলরক্ষক কোচ নিয়োগ দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেখে শুনে পরবর্তীতে ৩৫ বছর বয়সী এই কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পথও খেলা রেখেছে বাফুফে।
আগামী বুধবার ২৪ জনের দল নিয়ে কাতারে প্রস্তুতি নিতে যাবে বাংলাদেশ। মঙ্গলবার ফেডারেশনে গোলরক্ষকদের নিয়ে কথা বলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালের মহিলা দলের কোচ হিসেবে কাজ করা ব্রাউন। এশিয়ার দল ভিয়েতনামের হয়ে কাজ করার অভিজ্ঞতাও কাজে লাগাতে চান তিনি।
“এশিয়ার দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে আমার। বিকেএসপির প্রস্তুতি ক্যাম্পে ছেলেরা দারুণ মনোভাব দেখিয়েছে; তাদের শেখার দারুণ সামর্থ্য আছে। যেহেতু ইউরোপে খেলার এবং কোচিং করানোর অভিজ্ঞতা আছে, আমি এখানে সেটাই নিয়ে আসতে চাইছি।”
নতুন শিষ্যদের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখার শিক্ষার দিকে বাড়তি গুরুত্ব দেবেন বলেও জানান জ্যাসন।
“আমার কাজ হবে এই গোলরক্ষকদের ধীরে ধীরে উন্নতি করানো। পজিশনগত বিষয়গুলো ঠিক করে দেওয়া, যেটা তাদেরকে আরও ভালো সেভ করতে কাজে লাগবে। এই ছেলেদের আমরা একটা নিখাদ প্লাটফর্মে দাঁড় করাতে চাই। তাদের আবেগ নিয়ন্ত্রণ করা শেখাতে চাই। যখন আপনি বেশি আবেগপ্রবণ হবেন, তখন যুক্তি দিয়ে ভাবতে পারবেন না এবং যুক্তি দিয়ে ভাবতে না পারলে ভুলও করবেন।”
-
নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড
-
ফ্রি ট্রান্সফারে এসি মিলানে ওরিগি
-
এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
-
পিএসজির নতুন কোচ গালতিয়ে
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?