এস্পানিওলের বিপক্ষে নেই রোনালদো

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মাঠে খেলতে যাওয়ার আগে এস্পানিওলের বিপক্ষে লা লিগার ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোকে বিশ্রামে দিয়েছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2018, 11:55 AM
Updated : 27 Feb 2018, 11:58 AM

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় স্পেনের শীর্ষ লিগে এম্পানিওলের মাঠে খেলবে জিনেদিন জিদানের দল। আর ৬ মার্চ প্যারিসে ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ ষোলোর ফিরতি লেগে পিএসজির মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।

সাম্প্রতিক সময়ে বেশ ছন্দে আছে রিয়াল। লা লিগায় গত চার ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা। দারুণ ফর্মে আছেন দলটির সবচেয়ে বড় তারকা রোনালদো। লিগে গত ছয় ম্যাচে করেছেন ১০ গোল। পিএসজির বিপক্ষে প্রথম লেগে দলের ৩-১ ব্যবধানের জয়ে করেন জোড়া গোল।

লিগ ওয়ানের শীর্ষ দলটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ফিরতি লেগের আগে পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী রোনালদোকে চোট শঙ্কা থেকে দূরে রাখতেই তাকে এস্পানিওলের বিপক্ষে জিদান খেলাচ্ছেন না বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, লিগ ওয়ানে রোববার মার্সেইয়ের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে চোট পাওয়ায় রিয়ালের বিপক্ষে অনিশ্চিত হয়ে পড়েছে নেইমার। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের চোটটা বেশ গুরুতর। ডান পায়ের গোঁড়ালির গাট মচকে যাওয়ার পাশাপাশি পঞ্চম মেটাটারসালও ভেঙে গেছে তার। নেইমারের এই চোটও রোনালদোর ক্ষেত্রে জিদানের সাবধানতা অবলম্বনের কারণ হয়ে থাকতে পারে।

লা লিগায় রিয়ালের শিরোপা ধরে রাখার সম্ভাবনা শেষই বলা যায়। ২৫ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনা থেকে ১৪ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। বিদায় নিতে হয়েছে কোপা দেল রে থেকেও। এ মৌসুমে তাদের শিরোপা জয়ের একমাত্র সম্ভাবনা এখন চ্যাম্পিয়ন্স লিগ।