নেইমারের চোট গুরুতর

মার্সেইয়ের বিপেক্ষ ম্যাচে চোট পাওয়া নেইমারের মেডিকেল পরীক্ষার ফল এসেছে। পিএসজির এই ফরোয়ার্ড ডান পায়ের গোঁড়ালির গাট মচকেছে। সঙ্গে ভেঙেছে পঞ্চম মেটাটারসাল। ফলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে খেলার সম্ভাবনা নেই বললেই চলে ব্রাজিলিয়ান তারকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2018, 05:53 AM
Updated : 27 Feb 2018, 03:30 PM

গত রোববার ফরাসি লিগে মার্সেইয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা ম্যাচের ৭৭তম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে পায়ে ব্যথা পান নেইমার। মাঠেই কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।

পিএসজি সোমবার রাতে নেইমারের চোটের অবস্থা জানায়। তবে কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে তা জানানো হয়নি।

গত অগাস্টে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে আসা ২৬ বয়সী নেইমার এ মৌসুমে ৩০ ম্যাচে করেছেন ২৯ গোল।

আগামী ৬ মার্চ ইউরোপ সেরা প্রতিযোগিতায় শেষ ষোলোর ফিরতি লেগে প্যারিসে মুখোমুখি হবে পিএসজি-রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম লেগে ৩-১ গোলে জেতায় এগিয়ে আছে রিয়াল। তাই কোয়ার্টার-ফাইনালে উঠতে হলে ঘরের মাঠে কমপক্ষে ২-০ ব্যবধানে জিততে হবে উনাই এমেরির দলকে।