নেইমারের ফেরার আশায় জিদান

পায়ে চোট পাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচটির আগেই পিএসজির ফরোয়ার্ড সুস্থ হয়ে উঠবেন বলে আশা ফরাসি কোচ জিনেদিন জিদানের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2018, 08:24 PM
Updated : 26 Feb 2018, 08:24 PM

আগামী ৬ মার্চ ইউরোপ সেরা প্রতিযোগিতায় শেষ ষোলোর ফিরতি লেগে পিএসজির মাঠে মুখোমুখি লড়বে দুই দল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম লেগে ৩-১ গোলে জেতায় এগিয়ে আছে রিয়াল। তবে অ্যাওয়ে গোলের সুবিধা থাকায় ঘরের মাঠে কমপক্ষে ২-০ ব্যবধানে জিতলেই কোয়ার্টার-ফাইনালে উঠবে প্যারিসের ক্লাবটি।

এমন হাইভোল্টেজ ম্যাচের আগে রোববার লিগ ওয়ানের ম্যাচে বড় ধাক্কাটি খায় পিএসজি। মার্সেইয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা ম্যাচের ৭৭তম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে পায়ে ব্যথা পান নেইমার। মাঠেই কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।

পিএসজির কোচ উনাই এমেরি অবশ্য আশা প্রকাশ করেছেন, রিয়াল ম্যাচের আগেই সুস্থ হয়ে ফিরবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে স্কাই স্পোর্টসের খবর অনুযায়ী, দ্বিতীয় লেগে খেলার কোনো সম্ভাবনা নেই তার।

জিদান চান, প্রতিপক্ষ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় দ্রুত চোট কাটিয়ে মাঠে ফিরুক।

“খেলোয়াড়দের চোট পাওয়ার বিষয়টি আমার ভালো লাগে না। নেইমারের চোট নিয়ে আমি খুশি নই। আশা করি, সে আমাদের বিপক্ষে খেলবে। সবশেষে খেলোয়াড়দের খেলাটা প্রয়োজন। আমি কখনোই চাইবো না, চোটের কারণে একজন খেলোয়াড় অনুপস্থিত থাকুক।”

চোটের কারণে রিয়াল মাদ্রিদেরও গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড় মার্সেলো, লুকা মদ্রিচ ও টনি ক্রুসের পিএসজির বিপক্ষে খেলা অনিশ্চয়তায় আছে।