‘রিয়ালের আত্মবিশ্বাস ফিরিয়েছে পিএসজি ম্যাচ’

লা লিগায় টানা তিন জয়ের আত্মবিশ্বাস নিয়ে রিয়াল মাদ্রিদের মাঠে এসে উড়ে গেল দেপোর্তিভো আলাভেস। হারের পর দলটির কোচ জানালেন, পিএসজির বিপক্ষে ম্যাচই আত্মবিশ্বাস ফিরিয়েছে জিনেদিন জিদানের দলের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2018, 04:10 AM
Updated : 25 Feb 2018, 04:10 AM

সান্তিয়াগো বের্নাবেউয়ে গত শনিবার রাতে লা লিগার ম্যাচে রিয়ালের কাছে ৪-০ গোলে হারে আলাভেস। ক্রিস্তিয়ানো রোনালদো করেন জোড়া গোল। রিয়ালের অপর দুই গোলদাতা গ্যারেথ বেল ও করিম বেনজেমা।

চলতি ফেব্রুয়ারির মাঝামাঝি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিছিয়ে পড়ার পর পিএসজিকে ৩-১ গোলে হারায় রিয়াল। ওই ম্যাচের পর লা লিগায় খেলা তিন ম্যাচের সবগুলোতে জিতেছে জিদানের দল। এই তিন ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ১২ বার গোল করেছে তারা।

বের্নাবেউয়ে হারের পর আলাভেস কোচ আবেলার্দো ফের্নান্দেস বলেন, “তাদের দ্বিতীয় গোলটি পাওয়া অবশ্যই ছিল ম্যাচের চাবিকাঠি। প্রথমার্ধে আমরা দারুণ খেলেছিলাম কিন্তু দ্বিতীয় গোলটি দ্রুতই আমাদের শেষ করে দিয়েছিল।”

“মাদ্রিদের মৌসুমের সেরা সময়টায় আমরা তাদের মুখোমুখি হয়েছি। পিএসজির বিপক্ষে ম্যাচটি তাদের আত্মবিশ্বাস ফিরিয়েছে, যার আগে অভাব ছিল।