'বার্সাকে হারাতে চেলসিকে নিখুঁত খেলতে হবে'

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে বার্সেলোনাকে তাদের মাঠে হারাতে হলে চেলসিকে নিখুঁত খেলতে হবে বলে মনে করেন দলটির ডিফেন্ডার সিজার আসপিলিকুয়েতা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2018, 12:08 PM
Updated : 23 Feb 2018, 12:08 PM

স্ট্যামফোর্ড ব্রিজে গত মঙ্গলবার প্রথম পর্বে বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করে চেলসি। উইলিয়ানের গোলে প্রথমে এগিয়ে গেলেও শেষ দিকে লিওনেল মেসির গোলে জয় বঞ্চিত হয় স্বাগতিকরা।

কাম্প নউয়ে আগামী ১৪ মার্চ ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। ইউরোপ সেরা প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালে উঠতে হলে বার্সেলোনার মাঠে চেলসিকে কমপক্ষে ১-০ ব্যবধানের জয় পেতে হবে।

আর সেটা করতে হলে চেলসিকে অবশ্যই নিখুঁত খেলার দিকে নজর দিতে বললেন প্রথম লেগে দলটির নেতৃত্ব দেওয়া আসপিলিকুয়েতা।

"অ্যাওয়ে গোলটি নিশ্চিতভাবে তাদের একটু হলেও সুবিধা দেবে। কারণ ফিরতি লেগ ০-০ হলে তারা এগিয়ে যাবে।"

"এখনও অনেক খেলা বাকি। এটা আকর্ষণীয় একটা ম্যাচ হবে। আমরা জানি এটা কঠিন একটা ম্যাচ হবে। তবে আমাদের পারফরম্যান্স দেখিয়েছে আমরা কী করতে পারি। পরের রাউন্ডে উঠতে আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করবো।"

"আমাদের নিখুঁত একটা ম্যাচ খেলতে হবে। আমরা জানি, কঠিন একটি মাঠে আমরা অনেক ভালো খেলোয়াড়দের বিপক্ষে খেলবো। তবে আমরা আত্মবিশ্বাসী এবং আমরা সফল হওয়ার চেষ্টা করবো।"