হংকংয়ে শিরোপা জয়ের লক্ষ্য বাংলাদেশের মেয়েদের

গত ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর থেকে অনুশীলনের মধ্যেই আছে বাংলাদেশ মহিলা ফুটবল দল। এবার দলের লক্ষ্য হংকংয়ে আগামী মার্চে হতে যাওয়া আমন্ত্রণমূলক টুর্নামেন্টে শিরোপা জেতা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2018, 01:27 PM
Updated : 22 Feb 2018, 01:27 PM

আগামী ৩০ মার্চ চার দল নিয়ে হংকংয়ে শুরু হবে জকি কাপ। অনূর্ধ্ব-১৫ বয়সীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় স্বাগতিক হংকং, চাইনিজ তাইপে, ইরান ও বাংলাদেশ খেলবে। রাউন্ড রবিন লিগ পদ্ধতি খেলা হওয়ার পর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল জিতবে শিরোপা।

এই টুর্নামেন্টে খেলতে ২৮ মার্চ হংকং রওনা দেবে বাংলাদেশ। ৩০ মার্চ চাইনিজ তাইপের বিপক্ষে প্রথম ম্যাচ মেয়েদের। ৩১ মার্চ ইরান ও ১ এপ্রিল স্বাগতিক হংকংয়ের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।

অনুশীলনের মধ্যে থাকায় হংকংয়ে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী রব্বানী। তিন প্রতিপক্ষের সঙ্গে বাংলাদেশের খুব একটা পার্থক্য নেই বলে ভালো ফলের প্রশ্নে আশাবাদী কোচ।

“ওখানে সবাই ভালো দল, কিন্তু আমরা সাফে ভালো খেলেছি। আমাদের দলও ভালো। চাইনিজ তাইপে, ইরানের বিপক্ষে এর আগে আমাদের খেলার অভিজ্ঞতা আছে। হংকং সম্পর্কে আমাদের খুব বেশি জানা নেই। তবে ইরান-ভারত কাছাকাছি মানের দল, চাইনিজ তাইপে কিছু হয়ত এগিয়ে কিন্তু আমি মনে করি, যে চারটা টিম অংশ নেবে, তারা কাছাকাছি মানের।”

“আমি মনে করি, আমাদের দল অবশ্যই ভালো খেলবে। প্রতিযোগিতামূলক ম্যাচ হবে; মেয়েদের ভালো একটা অভিজ্ঞতা হবে। যেটা সামনে অনূর্ধ্ব-১৬ কোয়ালিফাইং ও অনূর্ধ্ব-১৫ সাফে কাজে লাগবে। মেয়েরা বসে নেই, কঠোর অনুশীলনের মধ্যে আছে। আশা করি, মেয়েরা ভালোই করবে। জয়ের জন্যই মাঠে নামবে তারা।”