মেসির সঙ্গে আরেকটি চুক্তির প্রত্যাশা বার্সার

লিওনেল মেসি তার ক্যারিয়ারের বাকি সময়টুকু বার্সেলোনাতেই কাটিয়ে দিবে বলে প্রত্যাশা জোজেপ মারিয়া বার্তোমেউর। সে লক্ষ্যে আর্জেন্টাইন ফরোয়ার্ড এখানে আরও একটি চুক্তি করবে বলে বিশ্বাস ক্লাবটির সভাপতির।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2018, 09:47 AM
Updated : 22 Feb 2018, 09:47 AM

দীর্ঘ অপেক্ষার পর গত নভেম্বরে বার্সেলোনার সঙ্গে চার বছরের নতুন চুক্তি করেন মেসি। কাতালান ক্লাবটিতে তার এই চুক্তি শেষ হবে ২০২০-২১ মৌসুমে। নতুন চুক্তিতে পাঁচ বারের বর্ষসেরা ফুটবলারের বাইআউট ক্লজ ধরা হয়েছে ৭০ কোটি ইউরো!  

বর্তমান চুক্তি শেষে মেসির বয়স হবে ৩৪। তবে অবসর নেওয়ার আগে বার্সেলোনার সঙ্গে আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের আরও একটা চুক্তির আশা করছেন বার্তোমেউ।

"আমরা এমন একটি ক্লাব যারা ভালো ফুটবলে বাজি ধরে। আমাদের খেলার আলাদা একটা ধরণ আছে। মেসি বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের মূল খেলোয়াড়।"

"আন্দ্রেস ইনিয়েস্তা এক উদাহরণ। আমরা তাকে এখানে কেবল একজন খেলোয়াড় হিসেবেই চাই না, ভবিষ্যতে একজন কিংবদন্তি হিসেবে চাই।"

"মেসির ক্ষেত্রেও আমার একইরকম আশা। এখন সে চার বছরের চুক্তি করেছে। কিন্তু বার্সেলোনায় এটাই তার শেষ চুক্তি হবে বলে আমি মনে করি না।"

বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলে অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। কাম্প নউয়ের ক্লাবটির হয়ে জিতেছেন ৩০টি শিরোপা। সমান সংখ্যক শিরোপা জিতে মেসির পাশে আছেন বার্সেলোনা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।