লেগানেসের বিপক্ষে নেই রোনালদো

লা লিগায় লেগানেসের বিপক্ষে ম্যাচের দলে নেই রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2018, 01:07 PM
Updated : 21 Feb 2018, 01:07 PM

পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগের আগে চোটের আশঙ্কা থেকে দলকে মুক্ত রাখতে পর্তুগিজ ফরোয়ার্ডকে বিশ্রাম দিয়েছেন কোচ জিনেদিন জিদান।

বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ১২ টায় স্বাগতিক লেগানেসের মুখোমুখি হবে রিয়াল। আর ৬ মার্চ প্যারিসে পিএসজির মুখোমুখি হবে তারা। 

সান্তিয়াগো বের্নাবেউয়ে গত বুধবার ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির বিপক্ষে রিয়ালের ৩-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন রোনালদো।

ঘরের মাঠের ওই ম্যাচে দলের সব বড় খেলোয়াড়দের পেয়েছিলেন জিদান। কিন্তু তারপর থেকে হাঁটুর চোটে ভুগছেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। আর রোববার লিগে রিয়াল বেতিসের বিপক্ষে ৫-৩ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে ছিটকে যাওয়া ডিফেন্ডার মার্সেলো হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন বলে ধারণা করা হচ্ছে। ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদ্রিচও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন।

ফলে স্বাভাবিকভাবেই লেগানেসের বিপক্ষে দলে নেই তারা। পাশাপাশি গোলকিপার কেইলর নাভাসকেও দলে রাখা হয়নি। তবে চোটাক্রান্ত খেলোয়াড়রা পিএসজি ম্যাচের আগেই সুস্থ হয়ে দলে ফিরবেন বলে আশাবাদী জিদান।