পিএসজির বিপক্ষে ফিরতি লেগে অনিশ্চিত মদ্রিচ

পিএসজির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2018, 02:13 PM
Updated : 20 Feb 2018, 02:13 PM

ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন বলে জানিয়েছেন কোচ জিনেদিন জিদান। আগামী ৬ মার্চ পিএসজির মাঠে হবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগ।

মঙ্গলবার দলের অনুশীলনে ছিলেন না মদ্রিচ। বুধবার লা লিগায় লেগানেসের মাঠে হতে যাওয়া ম্যাচেও তাকে বাইরে রাখা হয়েছে।

মদ্রিচের চোট গুরুতর নয় বলে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেন জিদান। তবে ৩২ বছর বয়সী এই মিডফিল্ডারকে কতদিন বাইরে থাকতে হবে, সে ব্যাপারে নিশ্চিত কিছু জানাননি কোচ।

গত সপ্তাহে পিএসজির বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে খেলা দলের এ নিয়ে তিন জন খেলোয়াড় চোটে পড়ল।

হাঁটুর চোটে ভুগছেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। আর রোববার লিগে রিয়াল বেতিসের বিপক্ষে ৫-৩ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে ছিটকে যাওয়া ডিফেন্ডার মার্সেলো হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ফরাসি কোচ জিদান অবশ্য আশাবাদী, পিএসজির বিপক্ষে ফিরতি পর্বের আগেই পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরবেন এই তিনজন।