বার্সেলোনার রক্ষণের দুর্বলতার সুযোগ নেওয়ার অপেক্ষায় চেলসি

বল পায়ে বার্সেলোনা বিপজ্জনক। তবে রক্ষণে কাতালান ক্লাবটির দুর্বলতার সুযোগ কাজে লাগানোর পরিকল্পনা করছেন চেলসি কোচ আন্তোনিও কোন্তে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2018, 10:08 AM
Updated : 18 Feb 2018, 10:43 AM

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে বার্সেলোনার মুখোমুখি হবে চেলসি।

লিওনেল মেসি-লুইস সুয়ারেসের মতো তারকায় সাজানো আক্রমণভাগ নিয়ে বার্সেলোনাকে আটকে রাখা কঠিন। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রেতে দারুণ ছন্দে আছে এরনেস্তো ভালভেরদের দল। বার্সেলোনাকে সমীহ করেই কন্তে জানালেন অনেক আগে থেকেই প্রতিপক্ষ বধের ছক কষছেন তিনি।

“লম্বা সময় ধরে আমরা বার্সেলোনাকে বিশ্লেষণ করছি। এটা এক মাস আগে থেকে শুরু হয়েছিল। আমরা বিশ্বের অন্যতম একটা সেরা দল নিয়ে কথা বলছি। আমাদের চেষ্টা করতে হবে নিখুঁত ম্যাচ খেলতে এবং এই ধরনের একটি দলের বিপক্ষে সেরা সিদ্ধান্ত নিতে।”

“এটা একটা ভিন্ন ধরনের প্রতিপক্ষ। বল পায়ে তারা চমৎকার একটি দল কিন্তু বল পায়ে না থাকলে তাদের দুর্বলতা থাকতে পারে এবং আমরা অবশ্যই সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব।”