বিবৃতিতে বার্সেলোনা জানায়, পাদপ্রদীপের আলো থেকে দূরে কম চাহিদার ও কম চাপের লিগে খেলতে চান মেসি।
শনিবার ইংলিশ ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার শেষ ষোলোয় হাডার্সফিল্ড টাউনকে ২-০ গোলে হারিয়েছে ইউনাইটেড।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেন লুকাকু। তৃতীয় মিনিটে হুয়ান মাতার বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন বেলজিয়ামের ফরোয়ার্ড।
৫৫তম মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন লুকাকু। মাঝমাঠের আগে থেকে আলেক্সিস সানচেসের পাস পেয়ে দারুণ ক্ষিপ্রতায় অনেকখানি ছুটে ডি-বক্সে ঢুকে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।