
এশিয়ান গেমস হকির বাছাইয়ে সহজ গ্রুপে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Feb 2018 07:06 PM BdST Updated: 15 Feb 2018 07:06 PM BdST
এশিয়ান গেমস হকির বাছাইয়ে সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে ২০১৮ গেমসের স্বাগতিক ইন্দোনেশিয়া, আফগানিস্তান, হংকং ও থাইল্যান্ড।
আগামী ৮ মার্চ ওমানে ৯ দল নিয়ে শুরু হবে বাছাই। ‘বি’ গ্রুপের চার দল শ্রীলঙ্কা, কাজাখস্তান, চাইনিজ তাইপে ও বাছাইয়ের স্বাগতিক ওমান।
আগামী আগাস্টে ইন্দোনেশিয়ায় হতে যাওয়া এশিয়ান গেমসে ছেলেদের হকিতে খেলবে ১২ দল। র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, চীন, জাপানের সঙ্গে স্বাগতিক ইন্দোনেশিয়া সরাসরি খেলবে।
ওমানের বাছাই থেকে সুযোগ পাবে বাকি ৫ দল। অবশ্য ইন্দোনেশিয়া বাছাইয়ে খেলায় তারা যদি সেরা পাঁচে থাকে, তাহলে ষষ্ঠ দল সুযোগ পাবে বাছাই থেকে।
ওয়ার্ল্ড হকির র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৩০তম। গ্রুপের চার দলই জিমিদের চেয়ে পিছিয়ে। হংকং ৪৫তম, থাইল্যান্ড ৪৭তম। র্যাঙ্কিংয়ে এখনও নাম ওঠেনি আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার।
‘বি’ গ্রুপের চার দলের মধ্যে ওমান র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে; ৩২তম। শ্রীলঙ্কা ৩৮তম, চাইনিজ তাইপে ৫২তম ও কাজাখস্তান ৮৬তম।
৯ মার্চ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই শুরু করবে বাংলাদেশ। এরপর ১০ মার্চ থাইল্যান্ড, ১২ মার্চ হংকং ও ১৩ মার্চ ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবেন জিমিরা। বাছাই পেরিয়ে মূল পর্বে যাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ মাহবুব হারুন।
“গ্রুপের দুই দল আফগানিস্তান ও ইন্দোনেশিয়া সম্পর্কে জানাশোনা নেই। তবে থাইল্যান্ড ও হংকংয়ের সঙ্গে আমাদের খেলার অভিজ্ঞতা রয়েছে। গ্রুপ এবং বাছাইয়ের প্রতিপক্ষ যারা আছে, সেরা পাঁচে থেকে এশিয়ান গেমসে খেলার ব্যাপারে আমি আশাবাদী।”
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- গোল উৎসবে গ্রুপ পর্ব শেষ পিএসজির
- দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নৈপুণ্যে জিতল রিয়াল
- রোনালদো-হিগুয়াইনের গোলে ইউভেন্তুসের টানা পঞ্চম
- জেসুসের হ্যাটট্রিকে সিটির দুর্দান্ত জয়
- নাপোলিতে আনচেলত্তির উত্তরসূরি গাত্তুসো
- জিতেও চাকরি হারালেন নাপোলির কোচ আনচেলত্তি
- চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সী গোলরক্ষক ভান্ডেভোর্ট
সর্বাধিক পঠিত
- বার্সার বিপক্ষে হেরে ইন্টারের বিদায়
- গাজীপুরের এডিসি শফিউল্লাহ মারা গেছেন
- বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধের নির্দেশনা
- গ্রাহকের ৫ কোটি টাকা মেরে প্রেমিকাকে সোয়া ২ কোটি দেন ব্যাংকার: দুদক
- অনেক শঙ্কা আর কিছুটা সম্ভাবনার বিপিএল
- মিঠুনকে ছাপিয়ে ইমরুল-ওয়ালটন
- রাখাইনে গণহত্যার অভিযোগ অস্বীকার সু চির
- বিপিএল অধিনায়কদের অবাক ফটোসেশন
- বিপিএলে ৭ দলে ৩ বিদেশি অধিনায়ক
- বিপিএলের পারিশ্রমিক নিয়ে আক্ষেপ মুশফিকের