‘আগামী বছর পিএসজির খেলোয়াড়ই থাকবে নেইমার’

কিছু দিন ধরে নেইমারের পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। সে গুঞ্জন উড়িয়ে দিয়ে দলটির সভাপতি নাসের আল-খেলাইফি জানালেন, পিএসজিতেই থাকবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2018, 09:18 AM
Updated : 15 Feb 2018, 10:13 AM

বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর প্রথম লেগে ৩-১ গোলে রিয়ালের কাছে হারে পিএসজি। ম্যাচ শেষে নেইমারের পিএসজিতে থাকা নিয়ে কথা বলেন দলটির সভাপতি।

গত অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পিএসজিতেই থাকবে বলে বিন স্পোর্টসকে জানান আল-খেলাইফি।

“অবশ্যই, ১০০ ভাগ নিশ্চিত, নেইমার আগামী বছর পিএসজির খেলোয়াড়ই থাকবে।”

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে ২৮ গোল করেছেন নেইমার। অবশ্য সান্তিয়াগো বের্নাবেউয়ে গোল পাননি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

রিয়াল মাদ্রিদের কাছে হারটা মেনে নিতে পারছেন না পিএসজি সভাপতি। রেফারির সমালোচনাও করেন তিনি।

“ম্যাচের সঠিক ফল হয়নি। দ্বিতীয়ার্ধে আমরা আরও ভালো খেলেছি এবং গোলের সুযোগ পেয়েছিলাম।….এমবাপেকে অফসাইড দেওয়া হয়েছিল, কিন্তু সে অফসাইড ছিল না। আমি মনে করি, রেফারি আজ রাতে তাদের (মাদ্রিদ) সাহায্য করেছে। প্যারিসে মাদ্রিদের খেলা খুবই কঠিন হবে।”