‘রিয়ালকে কখনোই বাতিলের খাতায় ফেলা যাবে না’

কোপা দেল রে থেকে বিদায়। লা লিগায় শিরোপার আশা বলতে গেলে শেষ। রিয়াল মাদ্রিদের দুঃসময় আরও বাড়ার ইঙ্গিত মিলেছিল পিএসজির কাছে ঘরের মাঠে আগে গোল হজম করায়। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জেতার পর তাই অধিনায়ক সের্হিও রামোস বলেছেন, কখনোই রিয়ালকে বাতিলের খাতায় ফেলা যাবে না।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2018, 06:25 AM
Updated : 15 Feb 2018, 10:14 AM

গত বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর প্রথম লেগে ৩-১ গোলে পিএসজিকে হারায় রিয়াল। দলের জয়ে জোড়া গোল করেন রোনালদো। শেষ দিকে ব্যবধান আরও বাড়ান মার্সেলো।

ম্যাচ শেষের রামোস জানান, আগে গোল খাওয়ার পরও দারুণ নিষ্ঠা নিয়ে জয়ের জন্য খেলছে রিয়াল।

“রিয়াল মাদ্রিদ কখনোই বাতিলের খাতায় ফেলে দেওয়া যাবে না।”

আগামী ৬ মার্চে ফিরতি লেগে পিএসজির মাঠে খেলতে যাবে রিয়াল। রামোসের বিশ্বাস মুকুট ধরে রাখার পথেই থাকবে তার দল।

“গুরুত্বপূর্ণ জয়। এটা চ্যাম্পিয়ন্স লিগে অন্যতম একটি জয়, যেটাকে আমি ক্যারিয়ার জুড়ে মনে রাখব। আমরা যেখাবে জিতেছি, সেটা ফিরতি লেগের জন্য গুরুত্বপূর্ণ।”

“আমরা অবশ্যই এভাবে এগিয়ে যাব এবং চ্যাম্পিয়ন্স লিগের মুকট ধরে রাখব। আমরা দুর্দান্ত খেলেছি।”