সুযোগ পেলে বার্সার হয়ে খেলবেন দি মারিয়া

একসময় রিয়াল মাদ্রিদের হয়ে খেললেও ক্লাবটির চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় নাম লেখাতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন আনহেল দি মারিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2018, 12:08 PM
Updated : 14 Feb 2018, 12:08 PM

পর্তুগালের বেনফিকা থেকে ২০১০ সালে রিয়ালে নাম লেখানোর পর মাদ্রিদের ক্লাবটির হয়ে চার মৌসুমে একটি করে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ সহ বেশ কিছু শিরোপা জিতেন আক্রমণাত্মক এই মিডফিল্ডার।

রিয়াল ছাড়ার পর এক মৌসুম ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলে ২০১৫ সালে পিএসজিতে নাম লেখান দি মারিয়া। ২৯ বছর বয়সী এই খেলোয়াড় জানালেন, তার রিয়ালে খেলার ইতিহাস আছে বটে; তবে সুযোগ পেলে বার্সেলোনার হয়ে খেলতে চান তিনি।

আর্জেন্টিনার এই খেলোয়াড় বলেন, "রিয়ালের সঙ্গে আমার সম্পর্ক শেষ। কারণ, আমার ওখানকার পর্ব শেষ।"

"স্পষ্ট করে বললে, বার্সায় খেলতে আমার কোনো সমস্যা হবে না। নিউওয়েলস ওল্ড বয়েস একমাত্র ক্লাব যাদের হয়ে আমি খেলতে পারি না। কারণ আমি রোসারিও সেন্ট্রালের ভক্ত।"  

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়ালের মুখোমুখি হবে দি মারিয়ার দল পিএসজি।