সুযোগ পেলে বার্সার হয়ে খেলবেন দি মারিয়া
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2018 06:08 PM BdST Updated: 14 Feb 2018 06:08 PM BdST
একসময় রিয়াল মাদ্রিদের হয়ে খেললেও ক্লাবটির চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় নাম লেখাতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন আনহেল দি মারিয়া।
পর্তুগালের বেনফিকা থেকে ২০১০ সালে রিয়ালে নাম লেখানোর পর মাদ্রিদের ক্লাবটির হয়ে চার মৌসুমে একটি করে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ সহ বেশ কিছু শিরোপা জিতেন আক্রমণাত্মক এই মিডফিল্ডার।
রিয়াল ছাড়ার পর এক মৌসুম ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলে ২০১৫ সালে পিএসজিতে নাম লেখান দি মারিয়া। ২৯ বছর বয়সী এই খেলোয়াড় জানালেন, তার রিয়ালে খেলার ইতিহাস আছে বটে; তবে সুযোগ পেলে বার্সেলোনার হয়ে খেলতে চান তিনি।
আর্জেন্টিনার এই খেলোয়াড় বলেন, "রিয়ালের সঙ্গে আমার সম্পর্ক শেষ। কারণ, আমার ওখানকার পর্ব শেষ।"
"স্পষ্ট করে বললে, বার্সায় খেলতে আমার কোনো সমস্যা হবে না। নিউওয়েলস ওল্ড বয়েস একমাত্র ক্লাব যাদের হয়ে আমি খেলতে পারি না। কারণ আমি রোসারিও সেন্ট্রালের ভক্ত।"
সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়ালের মুখোমুখি হবে দি মারিয়ার দল পিএসজি।
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’