বাসেলকে উড়িয়ে দিল ম্যানসিটি

দারুণ ছন্দে থাকা সের্হিও আগুয়েরো গোল করলেন ও করালেন। জোড়া গোল করলেন ইলকাই গিলদোয়ান। তাদের নৈপুণ্যে সুইজারল্যান্ডের ক্লাব বাসেলের বিপক্ষে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2018, 09:59 PM
Updated : 13 Feb 2018, 10:47 PM

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম পর্বে বাসেলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গুয়ার্দিওলার দল।

ছন্দে থাকা সিটি প্রতিপক্ষের মাঠে শুরুটা করে দুর্দান্ত। ১০ মিনিটের মধ্যে তিনবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা।

চতুর্দশ মিনিটে কেভিন ডি ব্রুইনের কর্নারে হেডে গোল উৎসবের শুরু করেন গিলদোয়ান। চার মিনিট পর বাঁ-দিক থেকে রাহিম স্টার্লিংয়ের ক্রস প্রতিপক্ষের এক জনের মাথা ছুঁয়ে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে ব্যবধান বাড়ান পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা।

আর ২৩তম মিনিটে প্রায় ২২ গজ দূর থেকে আচমকা নিচু শটে স্কোরশিটে নাম লেখান আগুয়েরো। জায়গা থেকে নড়ার সুযোগ পাননি গোলরক্ষক। এবারের চ্যাম্পিয়ন্স লিগে আর্জেন্টাইন স্ট্রাইকারের এটা চতুর্থ গোল।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করে ফেলেন গিলদোয়ান। আগুয়েরোর পাস পেয়ে এক জনকে কাটিয়ে প্রায় ২০ গজ দূর থেকে উঁচু শটে পোস্ট ঘেঁষে নিজের দ্বিতীয় গোলটি করেন জার্মান মিডফিল্ডার।

আগামী মাসে ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়ামে হবে ফিরতি পর্ব।