বড় ম্যাচে রোনালদোর উপর ভরসা জিদানের

লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের পর চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মুখোমুখি হবে রিয়াল। মৌসুমের কঠিন এই সময় নিয়ে উদ্বিগ্ন নন দলটির কোচ জিনেদিন জিদান। ভরসা রাখছেন ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর উপর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2018, 01:17 PM
Updated : 10 Feb 2018, 01:17 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে ২ টায় স্পেনের শীর্ষ লিগে সোসিয়েদাদের মুখোমুখি হবে রিয়াল। নিজেদের মাঠেই আগামী বুধবার ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মুখোমুখি হবে তারা।

এবারের মৌসুমে এখনও অনেকটা ছন্দহারা রোনালদো। লা লিগায় এখন পর্যন্ত ১৭ ম্যাচে করেছেন মাত্র ৮ গোল। লিগে রিয়ালের শিরোপা ধরে রাখার সম্ভাবনাও প্রায় শেষ। শীর্ষে থাকা বার্সেলোনা থেকে ১৯ পয়েন্টে পিছিয়ে চতুর্থ স্থানে আছে এক ম্যাচ কম খেলা জিদানের দল।

চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য স্বরূপেই আছেন পাঁচ বার ব্যালন ডি’অর জয়ী এই রোনালদো। দলকে নক-আউট পর্বে ওঠানোর পথে ছয় ম্যাচে করেছেন ৯ গোল।

সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের আগের দিন রোনালদো প্রসঙ্গে জিদান বলেন, “এবারের মৌসুমে সে বেশি অনুপ্রাণিত। সে তার সামর্থ দেখাতে চায়।”

“আমি উদ্বিগ্ন নই। আমি চিন্তিত নই। সে অসাধারণ একজন ফুটবলার। এই মৌসুমের কিছুটা সময় গেছে যখন সে গোলের দেখা পায়নি। তবে, প্রয়োজনের সময় সে আছে।”

“বড় পর্যায়ে সে পারফর্ম করে। শনিবার আমাদের একটা ম্যাচ আছে। সেটা নিয়েই এখন আমার চিন্তা। এরপর আমরা বুধবারের ম্যাচের দিকে নজর দিব।”