এখনও উন্নতি করে যাচ্ছে মেসি: কৌতিনিয়ো

বার্সেলোনায় সতীর্থ লিওনেল মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ফিলিপে কৌতিনিয়ো। তার মতে, পাঁচবারের বর্ষসেরা ফুটবলার নিজের খেলায় এখনও উন্নতি করে যাচ্ছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2018, 10:28 AM
Updated : 7 Feb 2018, 10:28 AM

এবারের মৌসুমের শুরু থেকে দারুণ ফর্মে আছেন মেসি। সব ধরনের প্রতিযোগিতায় ৩৪ ম্যাচে করেছেন ২৭ গোল।

গত মাসে লিভারপুল থেকে ক্লাব রেকর্ড ১৬ কোটি ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনায় নাম লেখান কৌতিনিয়ো। ৩০ বছর বয়সেও মেসিকে উন্নতি করতে দেখাটা দারুণ কিছু বলে মনে করেন ব্রাজিলের এই অ্যাটাকিং মিডফিল্ডার। 

“এটা অবিশ্বাস্য মনে হয়, তবে প্রতিদিনই মেসি উন্নতি করছে। একজন সতীর্থ হিসেবে আমি কেবল তার সঙ্গে আমার কাটানো সময় থেকে লাভবান হতে পারি।”

“আমি প্রত্যেকের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তারা আমাকে যা শিখিয়েছে তার সবকিছু থেকে আমি লাভবান হওয়ার চেষ্টা করেছি।”

বার্সেলোনায় কৌতিনিয়ো এখনও নিজেকে মানিয়ে নেওয়ার পথে আছেন। কাম্প নউয়ের ক্লাবটির হয়ে এখন পর্যন্ত খেলেছেন চার ম্যাচ। কোচ এরনেস্তো ভালভেরদের ভূমিকার প্রশংসা করলেন ২৫ বছর বয়সী এই খেলোয়াড়।

“ভালভেরদে আমাকে স্বাগত জানিয়েছেন। তিনি সবসময় দলের খেলায় উন্নতির খোঁজে থাকেন। অনুশীলনে তিনি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন। পজিশনিংয়ের ব্যাপারগুলো ঠিক করে দেন, যেটা গুরুত্বপূর্ণ বিষয়।”