পিএসজির বিপক্ষে কারভাহালকে পাচ্ছে না রিয়াল

দানি কারভাহালের দুই ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের করা আপিল খারিজ করে দিয়েছে উয়েফা। ফলে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে এই রাইট-ব্যাককে ছাড়াই মাঠে নামতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2018, 03:37 PM
Updated : 6 Feb 2018, 03:37 PM

ডিসেম্বরে স্পেনের এই খেলোয়াড়কে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে তিনটি হলুদ কার্ড পাওয়ায় এক ম্যাচ ও আপোয়েল নিকোশিয়ার বিপক্ষে ৬-০ গোলে জেতা ম্যাচের শেষ মুহূর্তে সময় নষ্ট করে ইচ্ছাকৃত হলুদ কার্ড পাওয়ার দায়ে আরেক ম্যাচ নিষিদ্ধ করে উয়েফা।

চ্যাম্পিয়ন্স লিগের নিয়মানুযায়ী তিন হলুদ কার্ড পেলে এক ম্যাচ নিষেধাজ্ঞা পেতে হয়। তাই আগেই দুটি হলুদ কার্ড পাওয়ায় এবং বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ‘নিয়ম রক্ষায়’ পরিণত হওয়ায় আপোয়েলের বিপক্ষে পঞ্চম ম্যাচে ইচ্ছা করে কার্ড দেখেন কারভাহাল। যেন পূর্বের হলুদ কার্ডের জন্য নকআউট পর্বে নিষেধাজ্ঞার কোনো শঙ্কা না থাকে।

তার দ্বিতীয় ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল রিয়াল কর্তৃপক্ষ। কিন্তু মঙ্গলবার উয়েফা তা খারিজ করে দেয়।

আগামী ১৪ ফেব্রুয়ারি রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে হবে শেষ ষোলোর প্রথম লেগ। পরের মাসে ফিরতি লেগ হবে পিএসজির মাঠে।