আবাহনীতে জাপানি ফুটবলার

এএফসি কাপের জন্য তিনজন বিদেশি ফুটবলারকে ট্রায়ালে ডেকেছিল আবাহনী। দেখেশুনে জাপানের মিডফিল্ডার সেইয়া কোজিমাকে রেখে দিয়েছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2018, 11:22 AM
Updated : 6 Feb 2018, 11:22 AM

ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ভিয়েতনামি মিডফিল্ডার রদ্রিগো মোতা, ইরানের ফরোয়ার্ড মিলাদ বেহঘারদম ও কোজিমাকে ট্রায়ালে ডেকেছিল আবাহনী।

থাইল্যান্ডের সর্বোচ্চ লিগে ছয় বছর খেলা কোজিমাকে এএফসি কাপের জন্য রেখে দেওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন আবাহনীর টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু।

“এশিয়ান কোটায় আমরা এএফসি কাপে একজনকে খেলাতে পারব। এজন্য আমরা যে তিনজনকে ট্রায়ালে ডেকেছিলাম, তাদের মধ্যে জাপানের ফুটবলারকে রেখেছি।”

“ট্রায়ালে দেখেছি বলের ওপর তার নিয়ন্ত্রণ ভালো। আমাদের মনে হয়েছে, মাঝমাঠে যে উদ্দেশে তাকে নিয়েছি, সেটা পূরণ হবে।”

সর্বশেষ থাইল্যান্ডের দল নেভিতে খেলা কোজিমা কখনও এএফসি কাপে খেলেননি বলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাধীনতা কাপের ম্যাচ দেখতে এসে সাংবাদিকদের জানিয়েছিলেন।