ওয়াটফোর্ডের মাঠে উড়ে গেল চেলসি

শক্তি-সামর্থ্যে ও পয়েন্ট টেবিলের অবস্থানে দুদলের মধ্যে বিস্তর ফারাক। কিন্তু মাঠের পারফরম্যান্সে দেখা গেল উল্টো চিত্র। অধিকাংশ সময় এক জন কম নিয়ে খেলা চেলসির উপর ম্যাচের প্রায় পুরোটা সময় চাপ ধরে রেখে দারুণ জয় তুলে নিয়েছে ওয়াটফোর্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2018, 09:23 AM
Updated : 6 Feb 2018, 09:23 AM

সোমবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের মাঠে ৪-১ গোলে হেরে গেছে চেলসি।

এ নিয়ে লিগে টানা দুই ম্যাচে হারলো আন্তোনিও কোন্তের দল। গত সপ্তাহে বোর্নমাউথের কাছে ঘরের মাঠে ৩-০ গোলে হেরেছিল চেলসি।

ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে ব্যস্ত থাকা চেলসি ৩০তম মিনিটে বড় ধাক্কা খায়। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার তিমোয়ে বাকাইয়োকো।

৪২তম মিনিটে সফল স্পট কিকে ওয়াটফোর্ডকে এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড ট্রয় ডিনি।

দ্বিতীয়ার্ধের শেষ ১০ মিনিটে মোট চারটি গোল হয়। ৮২তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁকানো শটে দলকে সমতায় ফেরান এডেন হ্যাজার্ড।

এর দুই মিনিট পর দুই জনকে কাটিয়ে বাঁ-পায়ের দারুণ এক গোলে ওয়াটফোর্ডকে এগিয়ে দেন ডাচ ডিফেন্ডার ড্যারিল ইয়ানমাত। ৮৮তম মিনিটে ব্যবধান বাড়ান কদিন আগে বার্সেলোনা থেকে আসা জেরার্দ দেউলোফেউ। আর যোগ করা সময়ে দলের চতুর্থ গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার রবের্তো পেরেইরা।

২৬ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। ৩০ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে ওয়াটফোর্ড।

শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৯। ১৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল।

পঞ্চম স্থানে থাকা টটেনহ্যামের পয়েন্ট ৪৯। ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে আর্সেনাল।