লা লিগায় বার্সার রেকর্ড

লা লিগায় দারুণ এক কীর্তি গড়েছে ছন্দে থাকা বার্সেলোনা। মৌসুমের শুরু থেকে টানা ২২ ম্যাচ অপরাজিত থেকে ক্লাবের ইতিহাসে রেকর্ড গড়েছে এরনেস্তো ভালভেরদের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2018, 10:10 AM
Updated : 5 Feb 2018, 10:46 AM

রোববার রাতে এস্পানিওলের মাঠে ১-১ ড্র করে রেকর্ডটি গড়ে বার্সেলোনা। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়া বার্সেলোনা শেষ দিকে জেরার্দ পিকের গোলে পরাজয় এড়ায়।

পেপ গুয়ার্দিওলার অধীনে ২০০৯-১০ মৌসুমে শিরোপা জয়ের পথে ১৭ জয় ও চার ড্রয়ে ২১ ম্যাচে অপরাজিত ছিল বার্সেলোনা। গত সপ্তাহে দেপোর্তিভো আলাভেসকে ২-১ গোলে হারিয়ে ওই রেকর্ড স্পর্শ করে কাম্প নউয়ের ক্লাবটি।

লিগে এখন পর্যন্ত ২২ ম্যাচ শেষে ১৮ জয় ও চার ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

রোববার রাতে ভালেন্সিয়াকে ১-০ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভালেন্সিয়া। এক ম্যাচ কম খেলা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ চতুর্থ স্থানে আছে ৩৯ পয়েন্ট নিয়ে।