লিভারপুলের মাঠে টটেনহ্যামের রোমাঞ্চকর ড্র

টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচের শুরুতে এগিয়ে গিয়ে জয়ের আশা জাগিয়েছিল লিভারপুল। তবে শেষ দিকের নাটকীয় লড়াইয়ে দুটি গোল হজম করায় প্রতিশোধের লক্ষ্য পূরণ হয়নি ইয়ুর্গেন ক্লপের দলের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2018, 06:43 PM
Updated : 4 Feb 2018, 06:59 PM

রোববার অ্যানফিল্ডে স্থানীয় সময় বিকালে শুরু হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ ড্র হয়েছে। অক্টোবরে টটেনহ্যামের মাঠে ৪-১ গোলে হেরেছিল লিভারপুল।

নিজেদের ভুলে টটেনহ্যামের শুরুটা হয় চরম বাজে। তৃতীয় মিনিটে প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে গিয়ে উল্টো নিজেদের ডি-বক্সে বল ঠেলে দেন এরিক দিয়ের। ফাঁকায় বল পেয়ে বাঁ-পায়ের কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন মোহামেদ সালাহ।

৮০তম মিনিটে ভিক্তর ওয়ানিয়ামার চমৎকার গোলে সমতায় ফেরে অতিথিরা। ক্রিস্তিয়ান এরিকসেনের ক্রস গোলরক্ষক পাঞ্চ করার পর ফিরতি বল ডি-বক্সের বাইরে পেয়ে জোরালো শট নেন আগের মিনিটেই বদলি মানা কেনিয়ার মিডফিল্ডার। বল শেষ মুহূর্তে বাঁক খেয়ে ভিতরে ঢোকে।

সাত মিনিট পর হ্যারি কেইনকে জার্মান গোলরক্ষক লোরিস কারিউস ফেলে দিলে পেনাল্টি পায় টটেনহ্যাম। নিজেই স্পট কিক নিয়ে ব্যর্থ হন লিগের সর্বোচ্চ গোলদাতা ইংলিশ ফরোয়ার্ড।

যোগ করা সময়ের প্রথম মিনিটে সালাহর একক নৈপুণ্যে ফের এগিয়ে যায় লিভারপুল। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে এক জনকে কাটিয়ে আরেক জনকে ফাঁকি দিয়ে দুরূহ কোণ থেকে গোলরক্ষকে পরাস্ত করেন এই ফরোয়ার্ড।

গত জুনে রোমা থেকে লিভারপুলের রেকর্ড ট্রান্সফার ফিতে আসা মিশরের ফরোয়ার্ড সালাহ এই নিয়ে প্রিমিয়ার লিগে ২১ গোল করলেন।

যোগ করা সময়ের শেষ দিকে আবারও পেনাল্টি পায় অতিথিরা। এবার আর ব্যর্থ হননি কেইন। এবারের লিগে ব্যক্তিগত ২২তম গোল করে দলকে মূল্যবান ১ পয়েন্ট এনে দেন তিনি।

২৬ ম্যাচে ১৪ জয় ও ৯ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। ১ পয়েন্ট কম নিয়ে তারপরেই আছে এক ম্যাচ কম খেলা চেলসি। পঞ্চম স্থানে থাকা টটেনহ্যামের পয়েন্ট ৪৯।

শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৯। ১৩ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে আর্সেনাল।