লা লিগায় রামোসের রেকর্ড

লা লিগায় দারুণ এক রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্হিও রামোস। প্রথম ডিফেন্ডার হিসেবে স্পেনের শীর্ষ লিগে গোল করেছেন টানা ১৪ মৌসুমে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2018, 09:18 AM
Updated : 4 Feb 2018, 12:03 PM

লেভান্তের মাঠে শনিবার রাতে ২-২ ড্রয়ে প্রথম গোলটি করে ইতিহাসের পাতায় নাম লেখান রামোস।

ক্যারিয়ার জুড়েই সেট-পিস থেকে প্রতিপক্ষ শিবিরে নিয়মিত আতঙ্ক ছড়িয়েছেন রক্ষণভাগের এই খেলোয়াড়। লেভান্তের বিপক্ষে গোল করে নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়।

ম্যাচের একাদশ মিনিটে টনি ক্রুসের কর্নারে হেড করে অসাধারণ এই অর্জনের পাশাপাশি লা লিগায় রিয়ালের হয়ে নিজের ৫০ তম গোলটি করেন রামোস।

এর আগে রিয়ালের হয়ে ১৯৮৯ থেকে ২০০৩ পর্যন্ত খেলে লা লিগায় টানা ১৫ মৌসুমে গোল করেছিলেন ফের্নান্দো ইয়েররো। তবে সবসময় ডিফেন্ডারের ভূমিকায় খেলেননি স্পেনের এই খেলোয়াড়। 

অন্য খেলোয়াড়দের মধ্যে একমাত্র বার্সেলোনার লিওনেল মেসি লা লিগায় টানা ১৪ মৌসুমে গোল করেছেন। লিগের টানা ১৩ মৌসুমে গোল করে রামোস ও মেসির পরেই আছেন আথলেতিক বিলবাওয়ের স্ট্রাইকার আরিৎস আদুরিস।