আবাহনীকে বিদায় করে সেমিতে আরামবাগ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Feb 2018 06:02 PM BdST Updated: 02 Feb 2018 06:49 PM BdST
আবাহনী লিমিটেডের ত্রি-মুকুট জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে স্বাধীনতা কাপের সেমি-ফাইনালে উঠেছে আরামবাগ ক্রীড়া সংঘ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার প্রতিযোগিতার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের চ্যাম্পিয়নদের ৩-০ গোলে হারায় আরামবাগ।
গোলশূন্য প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও পাঁচ ডিফেন্ডার নিয়ে নামা আরামবাগের রক্ষণ ভাঙতে পারেনি আবাহনী। ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে ওঠা দলটি শেষ দিকে মরিয়া আক্রমণ করলেও গোলের দেখা পায়নি।
৪৩তম মিনিটে ডান দিক থেকে আতিকুর রহমান ফাহাদের বাড়ানো ক্রসে মাথা ছোঁয়ানোর কাজটুকু করতে পারেননি মামুন মিয়া। এরপর ডি-বক্সের ভেতর থেকে ক্রসবারের ওপর দিয়ে শট নিয়ে আবাহনীর হতাশা বাড়ান মিডফিল্ডার সোহেল রানা।
প্রথমার্ধের যোগ করা সময়ে সতীর্থের কর্নারের পর ডান দিকের ডি বক্সের ভেতর থেকে পোস্টে শট না নিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে মারেন ফরোয়ার্ড রুবেল মিয়া। একটু পর রুবেলের হেড থেকে ফাঁকায় বল পেয়েও ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন ফরোয়ার্ড সাদউদ্দিন।
দ্বিতীয়ার্ধের নবম মিনিটে গোলের আরেকটি ভালো সুযোগ নষ্ট হয় আবাহনীর। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের ভেতরে নিয়ন্ত্রণে নিলেও ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন রুবেল।
প্রতিআক্রমণ নির্ভর খেলা আরামবাগ ৬৫তম মিনিটের সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যায়। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা ডিফেন্ডার আরিফের কাটব্যাকে ফরোয়ার্ড আবু সুফিয়ান সুফিলের প্লেসিং শট চোখের পলকে জালে জড়ায়।
৮০তম মিনিটে আজম খানের দৃঢ়তায় ম্যাচে ফেরা হয়নি আবাহনীর। সোহেলের বাড়ানো বলে নাবীব নেওয়াজ জীবনের হেড শেষ মুহূর্তে ফিস্ট করে ফেরান গোলরক্ষক।
দুই মিনিট পর প্রতিআক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করে নিয়ে সেমি-ফাইনাল খেলা অনেকটাই নিশ্চিত করে নেয় আরামবাগ। সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের ভেতর ঢুকে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে নিখুঁত চিপে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড মোহাম্মদ জুয়েল।
৮৫তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে শাহরিয়ার বাপ্পীর শট গোলরক্ষক শহিদুল আলমের মাথার ওপর দিয়ে জালে জড়ালে স্বাধীনতা কাপের গতবারের রানার্সআপ আবাহনীর ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়।
আগামী সোমবার প্রথম সেমি-ফাইনালে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মুখোমুখি হবে আরামবাগ।
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব